আবনা ডেস্ক: তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, শত্রুরা ইরানের জনগণ ও সর্বোচ্চ নেতার মধ্যকার গভীর সম্পর্কে ফাটল ধরাতে পারবে না। এদেশের জনগণ অতীতের নির্বাচনগুলোতে এ বিষয়টি প্রমাণ করেছে। হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খোতবায় এ মন্তব্য করেন।
তিনি বলেন, বেলায়েতে ফকিহ বা সর্বোচ্চ নেতার শাসনব্যবস্থা ইরানি জনগণের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং জনগণ অত্যন্ত সচেতনভাবে ইসলামি শাসনব্যবস্থার পক্ষে ভোট দিয়েছে।
ইরানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের ভোটাভুটিতে জনগণের ব্যাপক মাত্রায় অংশগ্রহণের অর্থ হলো দেশের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণের তাদের ভূমিকা থাকা। ইরানের জনগণ আগের মতোই সর্বোচ্চ নেতার শাসন ও ইসলামি আদর্শের প্রতি অনুগত রয়েছে- উল্লেখ করে তিনি বলেন, ইসলামি বিপ্লবের প্রতি অনুগত, কার্যকর ও শক্তিশালী পার্লামেন্ট এদেশের সব শ্রেণির মানুষের স্বার্থ রক্ষা করবে।
হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেন, আসন্ন পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে নতুন নতুন সংসদ সদস্যকে জাতীয় সংসদে দেখা যাবে এবং তরুণ এসব রাজনীতিবিদ নবউদ্যোমে কাজ করে বিপ্লবের প্রতি জনগণকে আগের চেয়ে আরো বেশি আশাবাদী করে তুলবেন।
আসন্ন নির্বাচনে জনগণ যাতে ব্যাপকভাবে অংশগ্রহণ না করে সেজন্য শত্রুরা তাদের মনোবল ভেঙে দেয়ার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি। তেহরানের জুমার নামাজের খতিব বলেন, নির্বাচনকে গুরুত্বহীন হিসেবে তুলে ধরার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে এখন তারা ইরানের ইসলামি শাসনব্যবস্থার প্রধান স্তম্ভগুলোকে নড়বড়ে করে দেয়ার চেষ্টা করছে। শত্রুরা এখন ইরানের অভিভাবক পরিষদের কুৎসা রটনা এবং সর্বোচ্চ নেতার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা শুরু করেছে। এসব প্রচেষ্টা কোনোদিনও সফলতার মুখ দেখবে না বলে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।#
source : abna24