বাঙ্গালী
Thursday 28th of November 2024
0
نفر 0

সৌদি জোটে আল-কায়েদা!

আবনা ডেস্ক: ইয়েমেনে হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের পাশে থেকে অংশ নিচ্ছে আল-কায়েদার জঙ্গিরাও। বিবিসি বলছে, এই বিষয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে। মানসুর হাদীর বাহিনীকে সহযোগিতা করছে সৌদি নেতৃত্বাধীন জোট।
সৌদি জোটে আল-কায়েদা!

আবনা ডেস্ক: ইয়েমেনে হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের পাশে থেকে অংশ নিচ্ছে আল-কায়েদার জঙ্গিরাও। বিবিসি বলছে, এই বিষয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে।
মানসুর হাদীর বাহিনীকে সহযোগিতা করছে সৌদি নেতৃত্বাধীন জোট।
একজন নারী তথ্যচিত্র নির্মাতা তায়েজ শহর পরিদর্শনকালে দেখতে পান, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সেনাদের সহায়তায় আল-কায়েদার জঙ্গি ও মানসুর হাদীর সমর্থক বাহিনী লড়াই করছে।
সৌদি জোটভুক্ত আরব দেশগুলো আল কায়েদাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
ইয়েমেনের সরকারপন্থি বাহিনী তায়েজের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মাসের পর মাস লড়াই চালাচ্ছে। শহরটি হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা থেকে ১২৩ মাইল দক্ষিণে অবস্থিত।
তীব্র লড়াইয়ের ফলে তায়েজে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। জাতিসংঘ বলছে প্রায় দুই লাখ বেসামরিক মানুষ শহরটিতে আটকা পড়েছে যাদের জরুরি ভিত্তিতে ওষুধ এবং খাদ্য প্রয়োজন।
গেল বছর তায়েজ শহরের বাইরের অঞ্চল পরিদর্শনকালে তথ্যচিত্র নির্মাতা সাফা আল আহমেদ মানসুর হাদীপন্থি যোদ্ধাদের সঙ্গে কথা বলেন। আল-কায়েদা জঙ্গিরা পাহাড়ি একটি গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইউএই বাহিনীর নির্দেশনা অনুযায়ী হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করছিল।
সেখানে সাফা আল আহমেদকে যুদ্ধে অংশ নেওয়া একটি দলের সদস্যদের ভিডিওতে ধারণ না করার জন্য সতর্ক করা হয়।
তাকে বলা হয়, এই যোদ্ধারা আরব উপদ্বীপের (একিউএপি) আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আনসার আল-শরিয়ার সদস্য। আর তারা এখানে একজন নারীর উপস্থিতি নিয়ে ক্ষুব্ধ।
দক্ষিণ ইয়েমেনে দীর্ঘদিন ধরেই আল-কায়েদার উপস্থিতি রয়েছে।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

বাদদাদের শিয়া অধ্যুষিত এলাকায় ...
আবু তালিব (আ.) এর ঈমান আনয়নের বিষয়ে ...
মিথ্যা অভিযোগে হেরাতে শিয়া আলেম ...
ইসরায়েলের বিরুদ্ধে ইন্তিফাদার ...
আবনা : ইয়েমেন আগ্রাসীদের ...
সিরিয়া- লেবানন অভিন্ন সীমান্তে ...
বাহরাইনে ইমাম হোসাইন (আ.)এর ...
পশ্চিমবঙ্গে প্রবীণ খ্রিস্টান ...
মোরায় কক্সবাজারে দুই শতাধিক ...
ক্যান্সার দিবস : যে লক্ষণগুলো ...

 
user comment