আবনা ডেস্ক: প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আব্দেসলামকে বেলজিয়ামে গ্রেপ্তার করা হয়েছিল। তার বেলজিয়ামের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ খুঁজে পেয়েছে জার্মানির একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রের বিষয়ে বিভিন্ন তথ্য সংকলিত নথি।
প্যারিস হামলা হয়েছিল গত বছরের নভেম্বরে। নিহত হয়েছিল ১২৯ জন। অল্প কিছুদিন আগে বেলজিয়ামের ব্রাসেলেও ভয়াবহ আরেকটি সন্ত্রাসী হামলা হয়, এতে মারা যান ৩৫ জন। প্যারিস হামলার পর থেকেই আসামি আব্দেসলামকে খোঁজা হলেও ব্রাসেলস হামলার মাত্র ৪ দিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অনেকে বলেছেন, তাকে গ্রেপ্তার করার প্রতিশোধেই ব্রাসেলসে হামলা করেছে আইএসআইএল।
প্রশ্ন হচ্ছে, আব্দেসলামের বাসায় কেন জার্মান পারমাণবিক কেন্দ্রের বিষয়ে তথ্য থাকবে? আইএসআইএল কি সেখানে কোন হামলা করতে চাচ্ছে, নাকি সেখান থেকে কিছু একটা চুরি করতে চাচ্ছে?
জার্মান পারমাণবিক কেন্দ্রটি বেলজিয়াম সীমান্ত থেকে ৩০ কিমি দূরে অবস্থিত। যে তথ্যগুলো মোলেনবিকের ফ্ল্যাট থেকে পাওয়া গেছে সেগুলোর মধ্যে পারমাণবিক কেন্দ্রের চেয়ারম্যান উলফগ্যাং মারকুয়াটের উপরেও তথ্য রয়েছে।
তবে জার্মান ইন্টেলিজেন্স কর্মকর্তারা ব্যাপারটা পাত্তা দেয় নি। তারা জোর দিয়ে বলেছে এই তথ্য ভুল। এমনকি জুয়েলিখ পারমাণবিক কেন্দ্র থেকেও বিবৃতি দিয়ে বলা হয়েছে, কোন ধরনের হামলার ইশারা বা চিহ্ন তারা খুঁজে পাননি।
এদিকে ব্রাসেলস হামলায় আটক ৬ জন সন্দেহ ভাজন এবং প্যারিস হামলার আসামি সালাহ আব্দেসলামকে আটকে রাখার আদেশ দিয়েছে বেলজিয়ামের একটি আদালত। বেলজিয়ামের হামলার পর আব্দেসলাম ফ্রান্সে বন্দী বিনিময় আইনে বদলি হতে চাইলেও তা মঞ্জুর করা হয়নি।#
প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আব্দেসলামকে বেলজিয়ামে গ্রেপ্তার করা হয়েছিল। আবনা ডেস্ক: প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আব্দেসলামকে বেলজিয়ামে গ্রেপ্তার করা হয়েছিল। তার বেলজিয়ামের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ খুঁজে পেয়েছে
প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আব্দেসলামকে বেলজিয়ামে গ্রেপ্তার করা হয়েছিল।
source : abna24