বাঙ্গালী
Wednesday 27th of November 2024
0
نفر 0

৩০ ভাগ কমে গেছে আইএসআইএল'র আয়-লোকবল

বনা ডেস্ক: সিরিয়া ও ইরাকের সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলে' আয় ও লোকবল দু’টিই কমে গেছে উল্লেখযোগ্য হারে। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থার তথ্যমতে, ঘৃণিত এ সন্ত্রাসী সংগঠনের আয় কমে গেছে ৩০ শতাংশ, আর লোকবলও কমে গেছে সমানভাবে।
৩০ ভাগ কমে গেছে আইএসআইএল'র আয়-লোকবল

বনা ডেস্ক: সিরিয়া ও ইরাকের সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলে' আয় ও লোকবল দু’টিই কমে গেছে উল্লেখযোগ্য হারে। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থার তথ্যমতে, ঘৃণিত এ সন্ত্রাসী সংগঠনের আয় কমে গেছে ৩০ শতাংশ, আর লোকবলও কমে গেছে সমানভাবে।
আইএইচএস ইনকপোরেশন নামে সংস্থাটি সম্প্রতি এ গবেষণা চালায়। তাদের গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে সোমবার (১৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
আইএইচএসের গবেষণা বলছে, গতবছরের মাঝামাঝি একটি মাসে আইএসআইএল'র রাজস্ব যেখানে ছিল ৮ কোটি ডলার, সেখানে গত মার্চে তাদের রাজস্ব ঠেকেছে ৫ কোটি ৬০ লাখ ডলারে। ঠিক একই সময়ের মধ্যে তাদের তেল উৎপাদন যেখানে ছিল ৩৩ হাজার ব্যারেল, তা এখন এসে ঠেকেছে ২১ হাজার ব্যারেলে। আর ২০১৪ সালের মাঝামাঝি সময়ের আগ পর্যন্ত যে জায়গা আইএসআইএল'র দখলে ছিল, তা থেকে এখন পর্যন্ত ২২ শতাংশই খুইয়ে ফেলেছে গোষ্ঠীটি। তাদের দখলকৃত অঞ্চলে সেসময় যে ৯০ লাখ লোকের বাস ছিল, তা কমে এসেছে ৬০ লাখে।
গবেষণা সংস্থাটির বিশ্লেষণ, এই অবস্থায় আইএসআইএল তাদের ঘোষিত ‘খেলাফত’ কতদিন ধরে রাখতে পারবে তা নিয়ে তাদেরই ভাবনায় পড়ে যেতে হচ্ছে।
আইএইচএসের গবেষণা মতে, আইএসআইএল'র রাজস্ব আয়ের ৫০ শতাংশই আসে কর ও দখলকৃত এলাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার ওপর। আর ৪৩ শতাংশ আসে তেল, মাদক পাচার এবং বিদ্যুৎ বিক্রি ও অনুদান থেকে। রাজস্ব কমে যাওয়ার অর্থ তাদের সব দিক থেকেই অর্থপ্রাপ্তি কমে আসছে।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

বাদদাদের শিয়া অধ্যুষিত এলাকায় ...
আবু তালিব (আ.) এর ঈমান আনয়নের বিষয়ে ...
মিথ্যা অভিযোগে হেরাতে শিয়া আলেম ...
ইসরায়েলের বিরুদ্ধে ইন্তিফাদার ...
আবনা : ইয়েমেন আগ্রাসীদের ...
সিরিয়া- লেবানন অভিন্ন সীমান্তে ...
বাহরাইনে ইমাম হোসাইন (আ.)এর ...
পশ্চিমবঙ্গে প্রবীণ খ্রিস্টান ...
মোরায় কক্সবাজারে দুই শতাধিক ...
ক্যান্সার দিবস : যে লক্ষণগুলো ...

 
user comment