আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : আবারো ইরাকের নিরীহ বেসামরিক লোকদের উপর বর্বর হামলা চালিয়েছে দায়েশ (আইএসআইএল)। আত্মঘাতী দুই সন্ত্রাসী গতকাল (মঙ্গলবার, ১৭ মে) রাজধানী বাগদাদের উত্তর-পূর্বে ‘আশা-শোব’ এবং বাগদাদের পূর্বাঞ্চলে অবস্থিত সদর সিটিতে নিজেদেরকে বিস্ফোরিত করে। দু’টি বিস্ফোরণে অন্তত ৭৩ জ
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : আবারো ইরাকের নিরীহ বেসামরিক লোকদের উপর বর্বর হামলা চালিয়েছে দায়েশ (আইএসআইএল)।
আত্মঘাতী দুই সন্ত্রাসী গতকাল (মঙ্গলবার, ১৭ মে) রাজধানী বাগদাদের উত্তর-পূর্বে ‘আশা-শোব’ এবং বাগদাদের পূর্বাঞ্চলে অবস্থিত সদর সিটিতে নিজেদেরকে বিস্ফোরিত করে।
দু’টি বিস্ফোরণে অন্তত ৭৩ জন ইরাকি শহীদ এবং এক শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।
এদিকে, বিবৃতি প্রদান মারফত এ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ।
উল্লেখ্য, ইরাকের রাজধানী বাগদাদে বিগত কয়েকদিনে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সকল বিস্ফোরণে বহু ইরাকি বেসামরিক লোক হতাহত হয়েছে। এর প্রায় সকল হামলার সাথেই সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ জড়িত।#
source : abna24