বাঙ্গালী
Wednesday 8th of May 2024
0
نفر 0

৩৩তম দিনে গড়িয়েছে আল্লামা জাফারি'র অনশন

ইসলামাবাদে আল্লামা জাফারি’র অনশন স্থলে উপস্থিত চিকিৎসক জানিয়েছেন, দিনের পর দিন অবনতির দিকে যাচ্ছে আল্লামা’র শারীরিক অবস্থা।
৩৩তম দিনে গড়িয়েছে আল্লামা জাফারি'র অনশন
ইসলামাবাদে আল্লামা জাফারি’র অনশন স্থলে উপস্থিত চিকিৎসক জানিয়েছেন, দিনের পর দিন অবনতির দিকে যাচ্ছে আল্লামা’র শারীরিক অবস্থা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: পাকিস্তানের মাজলিসে ওয়াহদাতে মুসলিমীনের (এম ডব্লিউ এম) এর প্রধান আল্লামা রাজা নাসের আব্বাস জাফারি’র অনশন ৩৩ দিনে পড়েছে। এ অবস্থায় আল্লামা’র স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার চিকিৎসক।

পাকিস্তানে শিয়া হত্যার প্রতিবাদে আল্লামা রাজা নাসের আব্বাস জাফারি এ অনশন কর্মসূচী পালন করছেন। তিনি ডায়াবেটিস ও হার্টের রোগী। অনশনের কারণে অত্যন্ত দ্রুততার সাথে তার শরীরের ওজন কমে যাচ্ছে। তার চিকিৎসকের ভাষ্য অনুযায়ী দিনের পর দিন অবনতির দিকে যাচ্ছে তার শারীরিক অবস্থা।

চিকিৎসক তাকে অনশন ভঙ্গের পরামর্শ দিলেও তিনি তার দাবী পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচী অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন।

পাকিস্তানি শিয়াদের স্বার্থ রক্ষার্থে নিজের জীবনকে সংকটের মুখে ফেলেছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় এ আলেম।

গত ১৩ মে শুক্রবার থেকে পাকিস্তানের মাজলিসে ওয়াহদাতে মুসলিমীন (এম ডব্লিউ এম)-এর শীর্ষনেতা আল্লামা নাসের আব্বাস জাফারি ইসলামাবাদ প্রেস ক্লাবের সামনে এ অনশন শুরু করেন।

ইতিপূর্বে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সরকার তাদের ন্যায্য দাবী পূরণ না করা পর্যন্ত অনশন ভঙ্গ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

তার সাথে পাকিস্তানি আলেমদের একটি দলও এ অনশনে যোগ দিয়েছেন। পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের শিয়ারাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে

শহরে অনশন শুরু করেছে।

আল্লামা রাজা নাসের আব্বাস ও তার সাথীরা ৭ দফা দাবী নিয়ে এ অনশন করছেন। সেগুলো হচ্ছে:

১। দেশের বিভিন্ন স্থানে শিয়া হত্যা বন্ধে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ।

২। শিকারপুর ও জ্যাকব আবাদসহ শিয়া হত্যার সকল মামলা সামরিক আদালতে হস্তান্তর।

৩। পাঞ্জাব রাজ্যের শিয়াদের আযাদারি’র সীমাবদ্ধতা প্রত্যাহার।

৪। তাকফিরি দলসমূহের তৎপরতা নিষিদ্ধ ঘোষণা।

৫। সম্প্রতি ‘খায়বার পাখতুন খোয়া’অঞ্চলের শিয়াদের উপর হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার।

৬। সামরিক বাহিনী’র হাতে সম্প্রতি পারাচিনারের শিয়া মুসলিম হত্যার বিষয়ে তদন্ত কমিটি গঠন।

৭। সরকার কর্তৃক গিলগিত ও বালতিস্তানের শিয়াদের সম্পত্তি দখল বন্ধ এবং দখলকৃত সকল জমি ফেরত।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

আলী (আঃ) এর দৃষ্টিতে এই ...
কুরআন ওইমামত সম্পর্কে ইমাম জাফর ...
আখেরাতের ওপর বিশ্বাস
জীবনের লক্ষ্য সম্পর্কে পাঁচটি ...
ইমাম মাহ্দী (আ.)-এর আবির্ভাব কালের ...
যদি কেউ দাড়ি না রাখে তাহলে সে কি ...
নবী (সা.) কিভাবে উম্মী ছিলেন বা কেন ...
হযরত মুসা (আ.)'র মু'জিজার কাছে ...
সূরা আল আনফাল;(১ম পর্ব)
পিতা মাতার সাথে উত্তম আচরণ

 
user comment