আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বিভাগের তেহরানে তাকফিরি সন্ত্রাসীদের আস্তানায় পরিচালিত বিশেষ অভিযানের ভিডিও প্রকাশিত হয়েছে।
ঐ ভিডিওতে দেখা গেছে, তাকফিরি সন্ত্রাসীকে যখন আটক করা হয় তখন সে ঘুমাচ্ছিল এবং বোমাসহ তার ব্যবহৃত গাড়ীটিকেও এ ভিডিওতে দেখানো হয়েছে।
বলাবাহুল্য, গত ১৪ই জুন ২০১৬ তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধারাবাহিক অভিযান শুরু হয় এবং সর্বশেষ অভিযানটি গত ২০শে জুন পরিচালিত হয়েছে। এতে তেহরান প্রদেশ এবং সীমান্তবর্তী ও মারকাযি অঞ্চলের ৩টি প্রদেশ থেকে ১০ জন ওয়াহাবি তাকফিরি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত ঐ সকল সন্ত্রাসীদেরকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দূরনিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণ, আত্মঘাতী হামলা ও জনবহুল স্থানে বিস্ফোরণের জন্য বিপুল পরিমাণে বিস্ফোরক দ্রব্য ভর্তি গাড়িবোমা বিস্ফোরণ ইত্যাদি ছিল সন্ত্রাসীদের পরিকল্পনার মূলে যা সারবাযানে গুমনামে ইমাম যামানা (আ.) ইউনিটের তৎপরতায় ব্যর্থ হয়েছে। ৫০টি টার্গেটে সন্ত্রাসীরা হামলা চালাতে চেয়েছিল এবং কিছু কিছু স্থানে হামলার জন্য বিস্ফোরক দ্রব্যও প্রস্তুত করেছিল তারা এবং অবশিষ্টগুলোকে তারা প্রস্তুত করছিল অথবা প্রাপ্তির অপেক্ষায় ছিল।
এ নাগাদ ১ শত কিলোগ্রাম বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে ২ টন বিস্ফোরক দ্রব্য সন্ত্রাসীদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে, যেকোন প্রকার সন্দেহ জনক তৎপরতার বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট বিভাগকে অবগত করার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।#