আবনা ডেস্ক: তোমরা যা করার কর কিন্তু যেনে রাখ মহান আল্লাহ, নবীগণ এবং মো’মিন ব্যক্তিরা তোমাদের সকল কর্ম দেখছেন। আর খূব শীঘ্রই তোমাদেরকে সর্বজ্ঞানী মহান আল্লাহর দরবারে ফিরে যেতে হবে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: মাহদাভিয়াত এবং ইমাম মাহদীর অদৃশ্যকালীন মুসলমানদের জীবন সম্পর্কে বহু আলোচনা হয়েছে এবং আরও হবে। তার মধ্যে একটি বড় প্রশ্ন হচ্ছে ইমাম মাহদী(আ.) কি আমাদের সকল কিছু দেখেন এবং আমাদের অন্যায় কাজের জন্য তিনি কি ক্রন্দন করেন?।
পবিত্র কোরআন ও হাদিসের বাণী অনুসারে আমাদের সকল আমল নবী-রাসূল এবং ইামগণের কাছে উপস্তাপন করা হয়। আর তারা আমাদের কাজ দেখে কষ্ট অথবা আনন্দ পাওয়ার পাশাপাশি কিয়ামতের দিন আমাদের সকল আমল সম্পর্কে সাক্ষিও দিবেন। তবে তিনি মুসলমানদের খারাপ কাজ দেখে ক্রন্দন করবেন এমন কোন হাদিস আমরা পাই নি।
পবিত্র কোরআনের সূরা তওবার ১০৫ নং আয়াতে বর্নিত হয়েছে: وَ قُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَ رَسُولُهُ وَ الْمُؤْمِنُونَ وَ سَتُرَدُّونَ إِلى عالِمِ- الْغَيْبِ وَ الشَّهادَةِ فَيُنَبِّئُكُمْ بِما كُنْتُمْ تَعْمَلُونَ
এবং তুমি বল, তোমরা (নিজ নিজ করণীয়) কর্ম করতে থাক; অতি সত্বর আল্লাহ, তাঁর রাসূল ও বিশ্বাসীরা তোমাদের কার্যকলাপ প্রত্যক্ষ করবেন। এবং অতি শীঘ্রই দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা সমীপে তোমরা প্রত্যানীত হবে; অতঃপর তোমরা যা করতে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন।
হাদিসে বর্ণিত হয়েছে: এখঅনে মু’মিন বলতে পবিত্র ইমামগণকেই বোঝানো হয়েছে। (তাফসিরে আলী ইবনে কোমি ১ম খণ্ড পৃ: ১০৪)
ইমাম জাফল সাদিক(আ.) বলেছেন: কেন তোমরা রাসূলকে(সা.) কষ্ট দাও? প্রশ্ন করা হল কিভাবে: ইমাম বললেন, তোমরা কি জাননা যে তোমাদের গোনাহ এবং খারাপ কাজ রাসূলকে(সা.) কষ্ট দেয় আর তোমাদের ভাল কাজ এবং ইবাদত তাকে খুশি করে। তারপর নির্দেশ দিলেন: তোমরা রাসূলকে(সা.) খুশি এবং সন্তুষ্ট করার চেষ্টা কর এবং কখনোই তাকে অসন্তুষ্ট কর না।
source : abna24