আবনা ডেস্ক: সিরিয়া থেকে পালাচ্ছে আইএসআইএল'র সদস্যরা। আর যৌথ বাহিনীর নজর এড়ানোর জন্য ব্যবহার করছে বোরকা। কালো বোরকায় আপাদমস্ত ঢেকে এলাকা ছাড়ার বুদ্ধি ভালোই। কিন্তু এরই মধ্যে যৌথবাহিনী ধরে ফেলেছে এ কৌশল। সম্প্রতি আটক করেছে তিনজন আইএসআইএল সদস্যকে।
রাশিয়ান সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, সম্প্রতি বোরকা পরা তিন আইএসআইএল যোদ্ধাকে আটক করেছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। মানবিজ এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সন্দেহ হলে ওই তিনব্যক্তির সঙ্গে বোরকা নিয়ে কথা হয়। পরে তাঁদের তল্লাশি করলে বেরিয়ে আসে প্রকৃত তথ্য। বোরকা খুলতেই বেরিয়ে আসে ব্যক্তিদের চেহারা। মানবিজ এলাকা থেকে পালিয়ে যাচ্ছিলেন ওই তিন আইএসআইএল সদস্য। সেনাদের জেরায় তা স্বীকার করেন তারা।
এসডিএফের পক্ষ থেকে জানানো হয়, এসডিএফের একটি অংশ মানবিজ মিলিটারি কাউন্সিল (এমএমসি) আত্মসমর্পণের জন্য আইএসআইএলকে ৪৮ ঘণ্টা সময় দেয়। এরই পরিপ্রেক্ষিতে বোরকা পরা একাধিক আইএসআইএল সদস্য ধরা পড়ে।
প্রতিবেদনে বলা হয়, আইএসআইএল মানবিজ মিলিটারির ওই হুঁশিয়ারি আমলে নেয়নি। ওই এলাকায় বসবাসকারী মানুষকেই নিজেদের প্রতিরক্ষা বর্ম হিসেবে ব্যবহার করছে আইএসআইএল।
দেশটির আলেপ্পো প্রদেশে মানবিজের অবস্থান। এলাকাটির অবস্থান আইএসআইএল অধ্যুষিত এলাকা রাকায় পাশেই। রাকায় এখনো শক্ত অবস্থানে আছে আইএস। আর এ কারণেই বর্তমানে আইএসআইএল বিরোধী জোটের অন্যতম লক্ষ্য মানবিজ। ওই এলাকার মাধ্যমেই রাকায় রসদ যায় আইএসআইএল'র জন্য।
তবে এসডিএফের পক্ষ থেকে জানানো হয়, নারী বেশে আইএসআইএল'র পালানো এটাই প্রথম নয়। এর আগেও পালানোর জন্য আইএসআইএল এ পথ অবলম্বন করেছে।#
source : abna24