আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী সিস্তিনি’র পক্ষ থেকে বিতরণকৃত ত্রাণ লাভ করেছে শত শত ইরাকি শরণার্থী পরিবার।
মুসেলসহ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ (আইএসআইএল) নিয়ন্ত্রণাধীন ইরাকের বিভিন্ন এলাকায় ইরাকি যোদ্ধাদের হামলা বৃদ্ধি পাওয়ার পর নানান বিপদ উপেক্ষা করে ঐ সকল এলাকা থেকে পলায়ন করছে শত শত ইরাকি পরিবার।
পালিয়ে আসা এ সকল পরিবারের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পরিবার দায়েশ নিয়ন্ত্রণাধীন ‘শারকাত’ শহর থেকে পালিয়ে ইরাকি যোদ্ধাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় নির্মিত ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে। বর্তমানে তারা তীব্র খাদ্য সংকটে ভুগছে।
শিয়া বিশ্বের বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানি’র পক্ষ থেকে এ সকল শরণার্থী পরিবারের জন্য ত্রাণ পাঠানো হয়েছে।
বিশিষ্ট এ মারজার ত্রাণ বিতরণ বিষয়ক প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম সৈয়দ শাহীদ আল-মুসাভি’ ইরাকি গণমাধ্যমকে জানিয়েছেন: আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানি’র পক্ষ থেকে ৮ হাজার ইরাকি শরণার্থী পরিবারের দায়িত্ব নেয়া হয়েছে।
তিনি বলেন: যে প্যাকেজ তাদেরকে প্রদান করা হয়েছে তাতে ৮ প্রকারের প্রয়োজনীয় খাদ্য রয়েছে।
প্রসঙ্গত, এ সকল পরিবারের অনেক পরিবারই সুন্নি মাযহাবের অনুসারী। বেশ কয়েকজন ইরাকি গোত্রপতি গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে আয়াতুল্লাহ সিস্তানির দূরদর্শিতা ও অনুগ্রহের বিষয়ে কৃতজ্ঞতা স্বীকার করে বলেছেন: তিনি আমাদের মারজা এবং সমগ্র ইরাকের মারজা। কোন কিছুই ইরাকের জনগণ ও ইরাকি মারজাগণের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।#