আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: একদিকে পাকিস্তানের শিয়া আলেমদের আটক এবং তাদের নাগরিকত্ব বাতিল করছে পাক সরকার অপরদিকে মজলিস-এ ওয়াহদাতে মুসলিমীনে পাকিস্তান (এম ডব্লিউ এম) দলের নেতার বাড়িতে সমবেদনা জানাতে সশরীরে উপস্থিত হচ্ছেন স্বয়ং পাক স্বরাষ্ট্রমন্ত্রী।
গত সপ্তাহে একদিকে শিয়া আলেমদেরকে আটক করেছে পাকিস্তান সরকার, অপরদিকে সমবেদনা জানাতে এম ডব্লিউ এম দলের প্রধান আল্লামা রাজা নাসের আব্বাস জাফারি বাড়িতে উপস্থিত হয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী ‘চৌধুরি নেসার আলী খান’।
আল্লামা রাজা নাসের আব্বাস জাফারি’র বোনের ইন্তিকালে শিয়া এ নেতাকে সমবেদনা জানাতে পাকিস্তানি এ আলেমের বাড়িতে উপস্থিত হন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।
একদিকে করাচিসহ বিভিন্ন শহরের শিয়া ব্যক্তিদেরকে আটক করছে পাকিস্তান সরকার, অপরদিকে সমবেদনার নামে লোক দেখানোর জন্য শিয়া আলেমের বাড়িতে সশরীরে উপস্থিত হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী; যা পাক সরকারের দু’মুখো নীতির প্রকাশ।
চলতি বছরের গ্রীস্মকালে আল্লামা রাজা নাসের আব্বাস জাফারি অনশন কর্মসূচী শুরু করেন এবং রমজান মাসেও তা অব্যাহত থাকে। এর ধারাবাহিকতায় পাক সরকার শিয়াদের নিরাপত্তা প্রদান এবং তাদের উপর থেকে কঠোরতা হ্রাসসহ বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করার পরও এদেশের শিয়া আলেমদের গ্রেপ্তার করা হচ্ছে।
নওয়াজ শরিফের সরকার, এ দু’মুখো নীতি অবলম্বন করে পাকিস্তানে নিষিদ্ধ ও উগ্রতাবাদী গ্রুপগুলোর তৎপরতার পথ মসৃণ করার পায়তারা করছে। ইতিমধ্যে কয়েকবার সরকারের সাথে ঐ সকল গ্রুপের গোপন বৈঠকের তথ্য ফাঁসও হয়েছে।
প্রসঙ্গত, ‘শেইখ মুহসিন নাজাফি’র নাগরিকত্ব বাতিল এবং বিনা কারণে ‘মীর্জা ইউসুফ হাসানে’কে আটক পাকিস্তান সরকারের শিয়া বিরোধী পদক্ষেপের অন্যতম প্রমাণ।#