ব্যক্তিগত উদ্যোগে হযরত আবু তালিব (আ.) এর উপর বিভিন্ন কাজ হলেও সেগুলোর বেশিরভাগেই তার ঈমানের উপর আলোকপাত করা হয়েছে। তার জীবনের নৈতিক দিক, সামাজিক সাধনা এবং তার সাহিত্য কর্মগুলো ঐ সব কাজে পরিপূর্ণভাবে উপেক্ষিত হয়েছে।
عن أئمّة أهل البیت(ع) أن النّبی(ص) قال: "أنا و کافِل الیتیم کهاتین في الجنّة" یعنی أباطالب، لأنّه کفّله.
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নবুয়্যতের দায়িত্ব পালনের শুরুতে মহানবি (স.) কে সহযোগিতা এবং ইসলাম ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর (স.) প্রাণপ্রিয় চাচা ও হযরত আলী (আ.) এর পিতা হযরত আবু তালিব (আ.) এর। তার আত্মত্যাগের দৃষ্টান্ত ইতিহাসে খুব কমই পাওয়া যায়। তিনি কা’বার চাবির ধারক হওয়ার মত গুরুত্বপূর্ণ মর্যাদার অধিকারী ছিলেন। শৈশব থেকে মহানবি (স.)-এর লালন-পালন, নবুয়্যতি মিশনে তাঁকে সহযোগিতা এবং এ পথে তার দৃঢ়তার দিনগুলো ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়।
এতদসত্ত্বেও, আহলে বাইত (আ.) এর শত্রুদের তার প্রতি বিদ্বেষের কারণে তার জীবনীর নানান উজ্জল দিক বিভিন্ন মিথ্যা ও অন্যায় অপবাদের মাধ্যমে ভুলিয়ে দেয়া হয়েছে।
ব্যক্তিগত উদ্যোগে হযরত আবু তালিব (আ.) এর উপর বিভিন্ন কাজ হলেও সেগুলোর বেশিরভাগেই তার ঈমানের উপর আলোকপাত করা হয়েছে। তার জীবনের নৈতিক দিক, সামাজিক সাধনা এবং তার সাহিত্য কর্মগুলো ঐ সব কাজে পরিপূর্ণভাবে উপেক্ষিত হয়েছে।
একইভাবে তার শানে যথার্থ এমন কোন সম্মেলনও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত হয়নি এ পর্যন্ত; যার মাধ্যমে তার উপর লেখক ও গবেষকদের গবেষণা সংগ্রহ করা সম্ভব হয়।
আহলে বাইত (আ.) একটি আন্তর্জাতিক এনজিও –যার মূল লক্ষ্য হল কুরআন ও আহলে বাইত (আ.) এর শিক্ষার প্রসার ঘটানো এবং আহলে বাইত (আ.) এর অনুসারীদেরকে সাংস্কৃতিক ও চিন্তাগত সাপোর্ট প্রদান করা- হিসেবে বেশ কয়েকটি সংস্থার সহযোগিতায় “হযরত আবু তালিব (আ.); মহানবি (স.) এর সহযোগী” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
এর ভিত্তিতে, ইতিহাস, আকায়েদ, কালামশাস্ত্র, রেজালশাস্ত্র, বিষয় ভিত্তিক গ্রন্থ পরিচিতি ও আরবি সাহিত্য অঙ্গনে তৎপর গবেষকদের প্রতি আহবান জানানো হচ্ছে, নিম্নোক্ত বিভাগগুলোর যে কোন বিষয়বস্তুর উপর (অথবা এ সম্মেলনের সাথে সম্পৃক্ত যে বিষয়ে) প্রবন্ধ রচনার মাধ্যমে শাইখুল আবতাহ হযরত আবু তালিব (আ.) এর মজলুমিয়্যাতকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আমাদের পাশে এসে দাঁড়ানোর।
* ইতিহাস ও সিরাহ
১. হযরত আবুতালিব (আ.) এর বংশ পরিচয়।
২. বে’সাতের পূর্বে হযরত আবু তালিব (আ.)
৩. আবু তালিব (আ.) এর বিভিন্ন ব্যবসায়িক।
৪. আবু তালিব (আ.) এবং মহানবি (স.) এর লালন পালনের কারণ
৫. আবু তালিব (আ.) ও মহানবি (স.) এর রক্ষণাবেক্ষণ
-শৈশব
-নবুয়্যতি জীবন
৬. আবু তালিব (আ.) ও মহানবি (স.) এর বিয়ে
৭. আবু তালিব (আ.) সম্পর্কে ইতিহাসের বর্ণনার সমালোচনা
৮. ইতিহাসে তালেবিরা (আলাভি ব্যতীত)
-মহানবি (স.) এর সমসয়ে
-আলাউইদের সমসময়ে
-আশুরার ঘটনায় তালেবিদের ভূমিকা
-উমাইয়া শাসকদের সমসময়ে
-আব্বাসীয়দের সমসময়ে
৯. অন্যদের দৃষ্টিতে আবু তালিব (আ.)
-আহলে বাইত (আ.)
-শিয়াদের দৃষ্টিতে
-আহলে সুন্নাতের দৃষ্টিতে
-প্রাচ্যবিদদের দৃষ্টিতে
১০. আবু তালিব (আ.) এর ব্যক্তিত্ব বিনষ্টে উমাইয়া ও আব্বাসীয়দের ভূমিকা
১১. আবু তালিব (আ.) এর ব্যক্তিত্ব বিনষ্টে যুবাইরিয়দের ভূমিকা
১২. ইসলামি ইতিহাসের বিভিন্ন ঘটনায় আবু তালিব (আ.) এর বন্ধুদের ভূমিকা
১৩. আবু তালিব (আ.) এর ইসলাম ধর্মগ্রহণ
১৪. আবু তালিব (আ.) এর মিরাস
১৫. আবু তালিব (আ.) এর কবিতাসমূহের ঐতিহাসিক বিশ্লেষণ
১৬. আবু তালিব (আ.) এর সামাজিক জীবন
১৭. বর্তমান সমাজের জন্য আবু তালিব (আ.) এর জীবনী থেকে শিক্ষা
* কালাম ও আকিদা
১. আবু তালিব (আ.) এর ঈমানের বিষয়ে আনা দলীলসমূহের সূত্রের বিশ্লেষণ
২. বিরোধী দল কর্তৃক উত্থাপিত সংশয় এবং সেগুলোর পূর্ণ জবাব
৩. আবু তালিব (আ.) কর্তৃক মহানবি (স.)কে রক্ষণা-বেক্ষণ ও সহযোগিতা
৪. বিভিন্ন উপলক্ষে মহানবি (স.) এর সমর্থনে আবু তালিব (আ.) এর মন্তব্যের বিশ্লেষণ
৫. আবু তালিব (আ.) এর শানে হযরত মুহাম্মাদ (স.) ও নিষ্পাপ ইমামগণ (আ.) এর সাক্ষ্য ও উক্তি
৬. হযরত আবু তালিব (আ.) নিজে ও অন্যরা কিভাবে তার ঈমান গোপন রেখেছিলেন এবং কেন -তার বিশ্লেষণ।
৭. আবু তালিব (আ.) কে কাফের ঘোষণা দিয়ে বর্ণিত হাদীসসমূহের সনদ ও টেক্সট বিশ্লেষণ
৮. আবু তালিব (আ.) এর ঈমানের বিষয়ে সাহাবা ও তাবেঈনদের মতামতের বিশ্লেষণ
* কবিতা ও সাহিত্য
১. আবু তালিব (আ.) এর কবিতা ও সাহিত্যের ভাষা পরিচিতি
২. আবু তালিব (আ.) এর কবিতার শব্দ পরিচিতি
৩. আবু তালিব (আ.) খোতবা ও ওসিয়তসমূহ
৪. আবু তালিব (আ.) এর কবিতার পন্থা পরিচিতি
৫. হযরত আবু তালিব (আ.) এর কবিতা ও নস্রের অনুবাদের বিশ্লেষণ ও সমালোচনা
৬. হযরত আবু তালিব (আ.) এর কবিতার তাজযিয়া ও তারকিব
৭. হযরত আবু তালিব (আ.) এর খোতবা ও ওসিয়তসমূহের তাজযিয়া ও তারকিব
৮. আরব কবি ও আরবি কবিতার মাঝে হযরত আবু তালিব (আ.) এর প্রভাব
৯. হযরত আবু তালিব (আ.) এর কবিতার সাহিত্য ও বালাগাত সংক্রান্ত বিভিন্ন দিক
১০. হযরত আবু তালিব (আ.) এর ওসিয়ত ও খোতবাগুলোর সাহিত্য ও বালাগাত সংক্রান্ত বিভিন্ন দিক
১১. কুরআনের বিভিন্ন শব্দের তাফসিরে হযরত আবু তালিব (আ.) এর কবিতা থেকে সাহায্য গ্রহণ
১৭. হযরত আবু তালিব (আ.) এর কবিতায় ঈমান ও আকিদা
১৮. হযরত আবু তালিব (আ.) এর ওসিয়ত ও খোতবাসমূহে ঈমান ও আকিদা
১৯. হযরত মহানবি (স.) সম্পর্কে হযরত আবু তালিব (আ.) এর কবিতা
২০. হযরত মহানবি (স.) সম্পর্কে হযরত আবু তালিব (আ.) এর খোতবা ও ওসিয়ত
২১. ফারসী সাহিত্য ও কবিতায় হযরত আবু তালিব (আ.)
২২. আরবি সাহিত্য ও কবিতায় হযরত আবু তালিব (আ.)
২৩. অন্যান্য ভাষায় হযরত আবুতালিব (আ.) সম্পর্কে রচিত কবিতা (উর্দু, তুর্কি, ইংলিশ, ফরাসী, জার্মান ইত্যাদি)
* হযরত আবু তালিব (আ.) সম্পর্কে রচিত গ্রন্থাবলী এবং সেগুলোর রচয়িতাগণ
১. হযরত আবু তালিব (আ.) সম্পর্কে রচিত গ্রন্থাবলি পরিচিতি
২. হযরত আবু তালিব (আ.) এর সম্পর্কে রচিত গ্রন্থাবলির টাইপোলোজি
৩. দিওয়ান-এ আবু তালিব (আ.) এর কোডিকোলোজি
৪. দিওয়ান-এ আবু তালিব (আ.) এর তরজমা ও ব্যাখ্যা
৫. হযরত আবু তালিব (আ.) এর কবিতাসমূহের বর্ণনা ও বর্ণনাকারী
৬. হযরত আবু তালিব (আ.) এর খোতবা ও ওসিয়তসমূহের বর্ণনা ও বর্ণনাকারী পরিচিতি
৭. হযরত আবু তালিব (আ.) এর উপর গ্রন্থ রচনা ও সংকলকদের পরিচিতি
৯. হযরত আবু তালিব (আ.) এর ঈমানের পক্ষে ও বিপক্ষে অবস্থান গ্রহণকারীদের সমর্থন ও অসমর্থনের যুক্তির বিশ্লেষণ।
সম্মেলনের কেন্দ্রীয় অধিদপ্তরের সাথে যোগাযোগ
Ahlul Bayt (a.s) world assembly,
Jomhuri Islami Boulevard,
Qom, Iran
Post Code: 376686411
Tell: 0098-25-32131417
Fax: 0098-25-321313350
Web: www.abutalib-conf.ir
Email: abutalib.conf@gmail.com
এ্যাবস্ট্রাক্ট পাঠানোর শেষ সময়: ২০ জানুয়ারী ২০১৯
প্রবন্ধ প্রেরণের শেষ সময়: ২০ এপ্রিল ২০১৯