যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কর্মকর্তারা শুক্রবার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন যেখানে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোরকে হত্যা করার আগের মুহূর্তগুলো উঠে এসেছে।
আবনা ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কর্মকর্তারা শুক্রবার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন যেখানে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোরকে হত্যা করার আগের মুহূর্তগুলো উঠে এসেছে। গত সপ্তাহে গাড়ি চুরির সন্দেহে পল ও'নিল নামের ১৮ বছরের ওই কিশোরকে গুলি করে হত্যা করেছিল শিকাগো পুলিশ।
পুলিশ সদস্যদের দেহের সঙ্গে সংযুক্ত ক্যামেরায় ধরা পড়ে অস্ত্র হাতে তাকে তাড়া করার ওই দৃশ্যাবলী। এমন এক সময় এই ভিডিওটি প্রকাশিত হল যখন যুক্তরাষ্ট্রে নানা বৈষম্য আর কতিপয় হত্যার ঘটনায় বিক্ষুব্ধ তরুণ কৃষ্ণাঙ্গরা।
ভিডিও ফুটেজে কিশোর পল ও'নিলের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। এরপর সে যখন দৌড়ে পালাতে থাকে তখন তার পিছু পিছু পুলিশ সদস্যরাও গুলি ছুড়তে ছুড়তে দৌড়াতে থাকেন। এই ভিডিও ফুটেজকে ‘মর্মান্তিক ও উদ্বেগজনক’ হিসেবে উল্লেখ করেছেন খোদ মার্কিন পুলিশের একটি স্বাধীন প্যানেলই। শহরটিতে সবোর্চ্চ স্বচ্ছতার অঙ্গীকারের অংশ হিসেবে এই প্রথম পুলিশের ক্যামেরায় ধারণ করা কোনো ভিডিও এত দ্রুত প্রকাশ করা হলো। নতুন আইন অনুসারে পুলিশের বড় ধরনের গোলাগুলির ঘটনায় ৬০ দিনের মধ্যে পুলিশকে তার ভিডিও প্রকাশ করতে হবে।
পুলিশের অভিযোগ, ২৮ জুলাই ও'নিল একটি গাড়ি চুরির পর পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে তাড়া করে এবং গুলি ছোড়ে। তবে পোস্টমর্টেম পরীক্ষায় দেখা যায়, শরীরর পেছনে গুলি লাগার কারণে তার মৃত্যু হয়েছিল। তবে ও'নিল নিহত হওয়ার সময়ের ভিডিও কিন্তু প্রকাশ করা হয়নি। পুলিশের দাবি, সে সময় সেখানকার ক্যামেরা ত্রুটিপূর্ণ ছিল।
তবে এ সম্পর্কে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘শরীরে সংযুক্ত ক্যামেরার ইচ্ছাকৃতভাবে অপব্যবহার করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি না।’
এদিকে শিকাগোর পুলিশ ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে, এ ধরনের ভিডিও ফুটেজ প্রকাশ করা নীতি বিরুদ্ধ এবং এর ফলে পুলিশের নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে। এই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত তিন পুলিশকে বরখাস্ত করা হয়েছে।#
ভিডিওটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
source : abna24