আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ (Gaziantep) শহরে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা প্রাণ কেড়ে নিল ৫০ জন মানুষের। এতে প্রায় ৯৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে, আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে এ হামলা চালানো হয়েছে এবং এ ঘটনার সাথে দায়েশ (আইএসআইএল) জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
গাজিয়ানতেপে’র গভর্নরের ভাষ্যমতে, বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, কুর্দিদের একটি বড় গোত্রের বিয়ের অনুষ্ঠানে ঐ হামলা চালানো হয়। নিহতদের অধিকাংশ ঐ গোত্রের সদস্য।
বিস্ফোরণের সাথে জড়িতদের কাউকে চিহ্নিত করা যায়নি। তবে তুরস্কের সীমান্তবর্তী শহরগুলোতে দায়েশের তৎপরতার বিষয়ে বিভিন্ন প্রতিবেদন এর আগেও প্রকাশিত হয়েছে, ফলে শহরের নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন বিস্ফোরণের সাথে দায়েশ জড়িত থাকতে পারে।
তুরস্কের গাজিয়ানতেপ শহরটি সিরিয়া সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। শহরের যে জায়গায় হামলাটি হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বসবাস করে।
গাজিয়ানতেপ প্রদেশের গভর্নর ‘আলী ইয়ারলি কায়া’ তুরস্কের বার্তা সংস্থা আনাতোলিকে জানিয়েছেন, বিস্ফোরণটি শহরের ‘শাহিন বি’ অঞ্চলের ‘আক দাররা’ এলাকায় ঘটানো হয়েছে’।
এদিকে, হতাহতদের সংখ্যা নিশ্চিত করে হামলায় আহতদের সাহায্যার্থে রক্ত প্রদানের জন্য সাধারণ জনগণের প্রতি আহবান জানিয়েছে তুরস্কের রেড ক্রিসেন্ট সোসাইটি।
তুরস্কের উপপ্রধানমন্ত্রী ‘মেহমাত সিমসাক’ গতরাতে হামলাকে নৃশংস ও বর্বর আখ্যায়িত করেছেন।
প্রসঙ্গত, বিগত মাসগুলোতে তুরস্কে বেশ কয়েকটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সকল হামলার জন্য মূলতঃ পিকেকে এবং দায়েশকে দায়ী করে আসছে আনকারা।#