আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সাইয়্যেদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.), তাঁর প্রাণপ্রিয় সাথী ও তাঁর পরিবারের স্মরণে দানবীর হাজী মুহাম্মাদ মহ্সীন ইমামবাড়ী কার্যকরী সমন্বয় পরিষদের উদ্দ্যোগে যশোর জেলা শহরের বিভিন্ন স্থানে ১৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সাথে পবিত্র মহররম মাসের ১ম দশক পালিত হয়েছে।
১০ মহররম আশুরার দিন যশোর ঈদগাহ ময়দান হতে দড়াটানা চত্ত্বর ঘুরে চৌরাস্তা ও আর. এন. রোড হয়ে বকচর এর রাস্তা ধরে ঐতিহাসিক মুড়লী ইমাম বাড়ী প্রাঙ্গন পর্যন্ত শোক র্যালী বের করা হয়। র্যালীটি ইমাম বাড়ী প্রাঙ্গনে উপস্থিত হওয়ার পর জোহর নামাজ আদায়ান্তে শোক মজলিসের কার্যক্রম শুরু হয়। জনাব এহতেশাম-উল-আলম প্রতীকের সভাপতিত্বে শোক মজলিশে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ওপেশ ইমাম জনাব ইকবাল হুসাইন। আরও উপস্থিত ছিলেন ইনকিলাবে মাহ্দী মিশনের প্রতিষ্ঠাতা জনাব মল্লিক আব্দুর রউফ, আতাহার হুসাইন, আব্দুল জলিল ওমাওলানা মজিদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাহিদুল ইসলাম বাবু।
মোঃ সিরাজুল ইসলাম আলোচনার শুরুতেই জঙ্গী ও সন্ত্রাসবাদের নিন্দা জানান। তিনি প্রত্যেক জাতির মানবতাবাদী ও বিবেকবান মানুষের কাছে অনুরোধ করেন যাতে সন্ত্রাসী ও জঙ্গীদেরকে কোন জাতি বাধর্মপ্রশ্রয় না দেয়।
তিনি বলেন: সন্ত্রাসীদের কোন ধর্ম নেই। তারা ধর্মের নামে পবিত্র ইসলাম ধর্ম ও মুসলিম জাতির উপর কালিমা লেপন করছে। প্রতিটি যুগে এক শ্রেনীর স্বার্থান্বেষী উগ্রবাদী নিজ নিজ স্বার্থ হাসিলের জন্য ধর্মের নামে এই ঘৃর্নিত কাজগুলি করে আসছে। এ বিষয়ে দেশবাসীর সচেতন হওয়া উচিত। ৬১ হিজরীতে সংগঠিত কারবালা থেকে আমাদের সকলের শিক্ষা গ্রহন করা উচিত।#