বাঙ্গালী
Sunday 1st of September 2024
0
نفر 0

নাইজেরিয়ায় চেহলামের শোক মিছিলে পুলিশী হামলা : ১০ ব্যক্তির শাহাদত

নাইজেরিয়ার কানো শহরে শহীদদের নেতা ইমাম হুসাইন (আ.) এর চেহলামের শোক মিছিলে হামলা চালিয়েছে পুলিশ।
নাইজেরিয়ার কানো শহরে শহীদদের নেতা ইমাম হুসাইন (আ.) এর চেহলামের শোক মিছিলে হামলা চালিয়েছে পুলিশ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গতকাল সোমবার (১৪ নভেম্বর) নাইজেরিয়ার কানো শহরে ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা (চেহলাম) উপলক্ষে আয়োজিত শোক মিছিলে অংশগ্রহণকারী শিয়া মুসলমানদের উপর গুলি চালিয়েছে নাইজেরিয়া পুলিশ। পুলিশের গুলিতে ১০ জন শিয়া মুসলিম শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

ফরাসী বার্তা সংস্থা জানিয়েছে, তাদের অন্তত ১০ জনকে হত্যা করেছে নাইজেরিয়া পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যানুযায়ী, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত কানো শহরের বাইরে আযাদারদের (ইমাম হুসাইন আ. এর শোকে শোকার্ত) উপর গুলি চালায় পুলিশ।

এএফিপিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে,তিনি অন্তত ১৫টি লাশ পড়ে থাকতে দেখেছেন।

তার সংযোজন,পুলিশ ঐ লাশগুলোকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে।

নাইজেরিয়ার এক পুলিশ কর্মকর্তা শিয়াদের উপর হামলার তথ্য নিশ্চিত করে দাবী করেছেন যে,ঐ সকল ব্যক্তিরা সহিংসতার পরিকল্পনা করছিল!

এদিকে, নাইজেরিয়া ইসলামি মুভমেন্ট ঘোষণা করেছে, সোমবার সকালে তারা ইমাম হুসাইন (আ.) এর চেহলাম উপলক্ষে একটি শোক মিছিল বের করলে পুলিশ তাদের উপর গুলি চালায়।

ঐ মুভমেন্টের বিবৃতিতে আরো বলা হয়েছে,কানো শহরে শান্তিপূর্ণভাবে শোক মিছিলে অংশগ্রহণকারীদের উপর হামলা চালিয়েছে পুলিশ। তারা শোকার্ত মানুষগুলোকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এরপর নিজেরা ইচ্ছাকৃতভাবে তাদের এক সহকর্মীকে গুলি করে হত্যা করেছে। নাইজেরিয়া ইসলামি মুভমেন্টকে দমন করার জন্য সাজানো হয়েছে এ নাটক।

নাইজেরিয়ার শোকার্ত শিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত,২০১৫ সালে ইমাম হুসাইন (আ.) এর চেহলামের সমসময়ে,নাইজেরিয়া ইসলামি মুভমেন্টের নেতা ‘শেইখ ইব্রাহিম যাকযাকি’র বাসভবনের পাশে অবস্থিত ইমামবাড়িতে আয়োজিত আযাদারীর অনুষ্ঠানে হামলা চালায় নাইজেরিয়া সেনাবাহিনী। এতে শেইখ যাকযাকি’র শত শত সমর্থক শহীদ হয় এবং গুরুতর আহত অবস্থায় তাকে আটক করে কাদুনা সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার কয়েক মাস পর, শেইখ যাকযাকির প্রাণে বেঁচে যাওয়া একমাত্র পুত্র ‘মুহাম্মাদ ইব্রাহিম যাকযাকি’,ইসলামি মুভমেন্টের বার্তা প্রচারের লক্ষ্যে নাইজেরিয়ার জনগণের প্রতি আহবান জানিয়ে প্রদত্ত এক বিবৃতিতে বলেন: ‘নাইজেরিয়া সেনাবাহিনী শিয়াদের উপর গণহত্যার সাথে জড়িত’।

তিনি বলেন,দেশের মানুষের জীবন রক্ষা করা নাইজেরিয়া সেনাবাহিনীর দায়িত্ব। অথচ ন্যাক্কারজনক এ ট্রাজেডির পেছন স্বয়ং সেনাবাহিনী জড়িত। আমাদের বহু ভাই ও বোনকে হত্যা করা হয়েছ,তাদের লাশগুলো খণ্ড-বিখণ্ড হয়েছে,তাদের বাড়ি-ঘরগুলো গুড়িয়ে দেয়া হয়েছে, তাদের সম্মানের স্থানগুলোর প্রতি অবমাননা করা হয়েছে এবং আমাদের বহু লোককে আটক করা হয়েছে। অথচ এ সকল অপরাধের সাথে জড়িতরা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

আমাকে এ নারীর হাত হতে মুক্তি দাও!: ...
ত্রৈমাসিক পত্রিকা ‘প্রত্যাশা’ ...
বাস্তবতার দর্পনে ওহাবি মতবাদ (১১ - ...
চাকরিতে বাধা হিজাব ; নিরাপত্তা ...
ইরান মুসলিম জাতিগুলোর জন্য আদর্শ ...
সূরা আ'রাফ;(২৬তম পর্ব)
ভারতে যে দাঙ্গা মুসলিম নারীদের ...
সুফীবাদ প্রসঙ্গে
মিয়ানমারে ইমাম হুসাইন (আ.) এর ...
পোপ ও ইয়েমেনের মানুষ হত্যাকারীরা

 
user comment