আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ঐ শোকবার্তায় বিশিষ্ট আলেম, ইসলামি ইরানের সর্বোচ্চ নেতার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রতিনিধি আয়াতুল্লাহ শাহরুখি খোররাম আবাদি’র ইন্তিকালে সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী।
সর্বোচ্চ নেতার শোকবার্তা :
পরম করুণাময় আল্লাহর নামে
বিশেষজ্ঞ পরিষদের সদস্য এবং প্রায়াত ইমামের (খোমেনি) ছাত্র ও কয়েকটি দেশে তাঁর প্রতিনিধি সক্রিয় আলেম মরহুম ও মাগফুর (ক্ষমাপ্রাপ্ত) হুজ্জাতুল ইসলাম আলহাজ সৈয়দ মুহাম্মাদ নাকি শাহরুখির -আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক- ইন্তিকালে তাঁর পরিবার ও শুভাকাঙ্খি এবং খোররাম আবাদের বিপ্লব জনতার প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহর দরবারে তার জন্য মাগফিরাত ও রহমত কামনা করি। মহান এ সৈয়দ তাঁর নিষ্পাপ [ইমামগণ] পূর্বপুরুষদের সাথে হাশরে উত্তোলিত হবে, ইনশা আল্লাহ্।
সৈয়দ আলী খামেনেয়ী
৯ আযার, ১৩৯৫
(২৯ নভেম্বর, ২০১৬)
প্রসঙ্গত, ইসলামি ইরানের সর্বোচ্চ নেতার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রতিনিধি, ইসলামি ইরানের বিশেষজ্ঞ পরিষদ ও মজলিশে শুরায়ে ইসলামির সাবেক সদস্য আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সদস্য আয়াতুল্লাহ শাহরুখি খোররাম আবাদি গত শনিবার (২৭ নভেম্বর) ইরানের কোম শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘ ২৫ বছরেরও অধিক সময় ধরে মহানবি (স.) এর সত্য ইসলাম ধর্মের প্রসারের বাংলাদেশ, থাইল্যান্ড ও মিয়ানমারসহ দক্ষিন-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সক্রিয় ছিলেন।#