আবনা ডেস্ক: মিয়ানমারের সেনারা নৃশংস নির্যাতন চালাচ্ছে রোহিঙ্গা মুসলিমদের ওপর। গ্রামের পুরুষদের জড়ো করে গুলি করে হত্যা করছে। সন্তানের সামনে মাকে ধর্ষণ করছে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। এ নির্মমতা থেকে প্রাণ বাঁচাতে পালাচ্ছে রোহিঙ্গারা। কয়েক হাজার রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। তার মধ্যে মোহসেনা বেগম, ওসমান গণি অন্যতম। তারাই সেনাদের এ নৃশংসতা সম্পর্কে মুখ খুলেছেন বার্তা সংস্থা এপির কাছে। মোহসেনা বলেছেন, তার স্বামীকে হত্যা করা হয়েছে। সন্তানের সামনে ধর্ষণ করা হয়েছে তাকে। তিনি বলেছেন, মিয়ানমারের সেনারা এক সকালে এসেছিল তার বাড়িতে। তারা বাড়ি বাড়ি আগুন দিয়ে গ্রামবাসীকে একত্রিত হতে বাধ্য করে। এ সময় দু’চারজন প্রতিবেশী মাঠের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু সেনারা তাদের গুলি করে। ভয়ে অন্য সবাই পালানো বন্ধ করে দেয়। মোহসেনা বেগমের বয়স ২০ বছর। তিনি যখন এ বর্ণনা দিচ্ছিলেন বার বার তার কণ্ঠ কেঁপে ওঠে। তিনি কেঁদে ফেলেন। তার বাড়ি মিয়ানমারের রাখাইন প্রদেশে ছোট্ট গ্রাম কাইরা ফারায়। সেই গ্রামের বর্ণনা দিচ্ছিলেন তিনি। মোহসেনা বেগম বলেন, সেনারা আমাদের ঘর থেকে বের করে ফেলে। নারী ও পুরুষদের আলাদা লাইনে দাঁড় করায়। দু’হাত পেছন দিকে ঘুরিয়ে মাথার পেছনে নিয়ে রাখতে নির্দেশ দেয়। এভাবে তারা প্রায় ৫০ জনকে এক জায়গায় জড়ো করে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়দের একটি গ্রুপ গ্রামের ৪ নেতাকে আলাদা করে। তারপর তাদের গলা কেটে হত্যা করে।
এপি’র রিপোর্টে আরো বলা হয়েছে, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমরা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার। তারা নাগরিকত্ব বঞ্চিত। অক্টোবরে বাংলাদেশ সীমান্তের কাছে দেশটির একটি সীমান্ত চৌকিতে হামলা হয়। তাতে ৯ সীমান্ত প্রহরী নিহত হন। এরপরই সর্বশেষ এই নৃশংসতা নেমে এসেছে রোহিঙ্গাদের ওপর। কারা ওই হামলা চালিয়েছিল তাদের চিহ্নিত করা যায়নি। তাদের উদ্দেশ্যইবা কি তাও অস্পষ্ট। কিন্তু এমন অবস্থায় পাল্টা হিসেবে সরকার রোহিঙ্গাদের ওপর শুরু করেছে মারাত্মক জোরালো অভিযান। রাখাইন রাজ্যে বসবাসকারীদের বেশির ভাগই রোহিঙ্গা মুসলিম। এ এলাকাটি বাংলাদেশ সীমান্ত লাগোয়া। এ অভিযানে পদাতিক বাহিনীকে সমর্থন দিতে আকাশে হেলিকপ্টার ব্যবহার করা হয়। তা থেকে গুলি করা হয়। রোহিঙ্গাদের বিরুদ্ধে এই নৃশংসতার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে মানবাধিকার বিষয়ক সংগঠন ও ওই নৃশংসতা থেকে বেঁচে যাওয়া মানুষগুলো ঘটনার বর্ণনা দিচ্ছেন। তারা আন্তর্জাতিক মহলের কাছে সাহায্য চাইছেন। কিন্তু মিয়ানমার সরকার অব্যাহতভাবে একই কাহিনী বলে যাচ্ছে। তারা বলছে মোহসেনা বেগমের মতো যেসব কাহিনী বলা হচ্ছে তা অতিরঞ্জিত। এই সহিংসতা জিইয়ে রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও মিয়ানমারের নেত্রী অং সান সূচিকে দায়ী করছে। সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়াকে তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে সূচি বলেছেন, পুলিশ আউটপোস্টে হামলা হয়েছে। সে বিষয়টি এড়িয়ে নেতিবাচক দিকটির দিকে বেশি মনোযোগ দেয়া হচ্ছে। এতে কোনো লাভ হবে না। উল্লেখ্য, কয়েক দশকের সামরিক শাসনের পর গত মার্চে মিয়ানমারের ক্ষমতায় এসেছে সুচির দল। কিন্তু তার দেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গার ওপর যে নৃশংসতা চলছে তা বন্ধ করতে তিনি কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে। রোহিঙ্গাদের অনেকে কয়েক প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করছেন। তারপরও তাদের দেখা হয় বাংলাদেশি হিসেবে। বলা হয়, তারা অবৈধ অভিবাসী। অং সান সূচি ওই সাক্ষাৎকারে বলেছিলেন, ঘটনা অতিরঞ্জিত না করে এসব জটিল পরিস্থিতির দিকে বেশি মনোযোগ দেয়া উচিত। বাস্তবে যা ঘটছে বা ঘটেছে তার চেয়ে বেশি খারাপভাবে দেখানো হচ্ছে। যদি এই জটিল বিষয়টি স্বীকার করে নেয়া হয় তাহলে তাতে উপকার হবে। কিন্তু মোহসেনা বেগম বলেন, তার গ্রাম কাইরা ফারায় যা ঘটেছে তা বাড়িয়ে বলার কোনো দরকার নেই। তিনি আরো বলেছেন, গ্রামের চার নেতাকে হত্যা করার পর গ্রামজুড়ে ভয়াবহ বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হয়। মোহসেনা বেগমের স্বামী অশিক্ষিত। দরিদ্র শ্রমিক। তাকে প্রহার করা হয়েছে। তারপর তার গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে গ্রামের আরো অজ্ঞাত সংখ্যক মানুষকে। তারপর ওই মৃতদেহগুলো একটি ট্রাকে করে নিয়ে গেছে সেনাবাহিনী। মোহসেনা বেগম বলেন, হামলাকারীরা তার কাছ থেকে তার ছোট ছেলেকে কেড়ে নেয়। এরপর তাকে ধর্ষণ করে। শেষ পর্যন্ত সেনাবাহিনী যখন তার দিক থেকে মনোযোগ সরিয়ে নেয় তখন তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে দৌড়াতে থাকেন পাশের পাহাড়ের দিকে। সেখানে দু’দিন পালিয়েছিলেন। তার ভাই তাকে প্রায় ৩৮ ডলারের মতো অর্থ দিয়েছিলেন। সেই অর্থ দিয়ে তিনি যাতে পাচারকারীদের দাবি মেটাতে পারেন, তিনি ও তার ছেলে পাড়ি দিতে পারেন বাংলাদেশে। মোহসেনা বেগম এপিকে বলেছেন, বাংলাদেশ বর্ডার গার্ডরা তাকে থামিয়ে দিলে তিনি কান্নায় ভেঙে পড়েন। মোহসেনা বেগমের ভাষায়, আমি তাদের বলি যে, আমাকে রক্ষা করার মতো কেউ নেই মিয়ানমারে। আমার শিশুটির দিকে তাকান! আমি যদি মিয়ানমারে ফিরে যাই তাহলে সে মারা যাবে! এরপরই আমি বাংলাদেশে প্রবেশের সুযোগ পাই।
সহিংসতা শুরুর পর রাখাইনের বেশির ভাগই বাইরের মানুষ, বিশেষ করে সাংবাদিকদের নজর থেকে বাইরে রাখা হয়েছে। তবে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে রাখাইন পরিস্থিতি পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে। গতকাল মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে তার সংবাদ সম্মেলন করার কথা। কিন্তু যে নাফ নদে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমানা ভাগ করেছে সেখানে এমন মানুষ পাওয়া কঠিন নয়, যারা রাখাইনের এসব নৃশংসতার বিষয়ে মুখ খুলবেন। এপির রিপোর্টে বলা হয়েছে, গত মাসে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা পৌঁছেছেন বাংলাদেশে। পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের মতে তাদের এখানে নিয়ে আসছে পাচারকারীরা। ১৯৭০ এর দশক থেকে বাংলাদেশে মিয়ানমারের রোহিঙ্গারা এসে বসবাস করা শুরু করেন। এমন রোহিঙ্গার সংখ্যা প্রায় ৫ লাখ। তাদের কোনো কাগজপত্র নেই। তার সঙ্গে যোগ হয়েছে ওই ১৫ হাজার। ৩৩ হাজার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী বাস করছেন কক্সবাজার জেলায়। ওদিকে জাতিসংঘ বলছে, সাম্প্রতিক সহিংসতায় মিয়ানমার থেকে বাড়িঘর ছেড়েছে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা মুসলিম। স্যাটেলাইটে পাওয়া ছবি বিশ্লেষণ করে মানবাধিকার বিষয়ক গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচ বলছে, নভেম্বরে রোহিঙ্গাদের গ্রামের ১২৫০টি অবকাঠামো ধ্বংস করে দেয়া হয়েছে। ১১ই নভেম্বর আরবির শিক্ষক ওসমান গণির গ্রাম গোউজো বিল-এ হামলা হয়। এ সময় তিনি পালিয়ে আসেন। নাফ নদের পাড়ে দাঁড়িয়ে তিনি এপিকে বলেন, হামলাকারীরা এসেই নির্দয়ের মতো হত্যাকাণ্ড শুরু করে। তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিতে থাকে। সেখানে কেউই নিরাপদ নেই। গ্রামের কাছেই একটি স্থানে প্রায় এক সপ্তাহ তিনি পরিবার নিয়ে পালিয়েছিলেন। এক পর্যায়ে যখন অভিযান আরও জোরালো হয়, সেনাবাহিনী পুরুষদের টার্গেট করতে থাকে তখন নিজের পরিবার মিয়ানমারে রেখেই পালিয়ে আসতে বাধ্য হই। ওসমান গণি বলেন, তাদের ফেলে চলে আসা ছাড়া আমার সামনে আর কোনো বিকল্প ছিল না। আমি নদীর পাড়ে চলে আসি এবং সাঁতরাতে শুরু করি। এর কয়েক দিন পরে আমার পরিবার বাংলাদেশে এসে আমার সঙ্গে একত্রিত হয়। তিনি যখন উত্তরের দিকে পালাচ্ছিলেন তখন তিনি মোবাইল ফোন ব্যবহার করে রোহিঙ্গা গ্রামগুলোতে চালানো ধ্বংসযজ্ঞের ছবি ধারণ করেন। কোনো কোনো ছবিতে দেখা যায় বাড়িঘরের ধ্বংসাবশেষ। কালো হয়ে পড়ে আছে কিছু একটা। আসলে সেগুলো দেখে মনে হয় কোনো শিশুর মৃতদেহ। তিনি কিছু ভিডিও-ও ধারণ করেছেন। এতে ওসমান গণির কণ্ঠ শোনা যায়। কিন্তু ওই ভিডিওর যথার্থতা যাচাই করা যায়নি। তিনি বলেছেন, আমিই এসব ভিডিও ধারণ করেছি। একজন সাংবাদিকের দিকে তিনি নিজের মোবাইলফোন এগিয়ে দিয়ে বলেন, আপনি কি পুড়ে কয়লা হয়ে যাওয়া দেহগুলো দেখতে পাচ্ছেন না?