আহলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা-: সিরিয়ায় সন্ত্রাসীদের দ্বারা অবরুদ্ধ শিয়া অধ্যুষিত ফাওয়া ও কিফরিয়া অঞ্চলের উদ্দেশ্যে ২৯টি বাস ও এ্যাম্বুলেন্স এবং একটি মেডিকেল টিম পাঠানোর তথ্য প্রকাশ করেছেনসিরিয়ার হামাহ প্রদেশের গভর্ণর ‘মুহাম্মাদ আল-হাযুরি’।
বার্তা সংস্থা সানা’কে তিনি জানিয়েছেন, আহত এবং বেসামরিক ব্যক্তিদেরকে কিফরিয়া ও ফাওয়া থেকে সরিয়ে নিতে বাস, এ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ত্রাসীদের সরে যাওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছায় সিরিয়া সরকার এবং আলেপ্পো’তে অবস্থানরত সন্ত্রাসীরা।
ঐ চুক্তির শর্তগুলোর মধ্যে অন্যতম হল, সশস্ত্র ব্যক্তিরা তাদের সাথে থাকা হাল্কা ও ব্যক্তিগত অস্ত্রগুলো নিয়ে শহর ত্যাগ করতে পারবে।
চুক্তিতে আরও বলা হয়েছে, সশস্ত্র ব্যক্তিদের আলেপ্পোর উত্তর অঞ্চল ত্যাগের সময় জাতিসংঘ অথবা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সম্পৃক্ত কোন সংস্থার সৈন্যই সেখানে উপস্থিত থাকবে না।
আলেপ্পোর ঐ চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আলেপ্পো প্রদেশে কিফরিয়া ও ফাওয়া অঞ্চলে আহত এবং বেসামরিক ব্যক্তিদেরকে ঐ অঞ্চল থেকে সরিয়ে নেয়া হবে। কয়েক দফায় তাদেরকে স্থানান্তরের কথা রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শুক্রবার, ১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে সশস্ত্র ব্যক্তিদের আলেপ্পো ত্যাগ অব্যাহত থাকার কথা জানিয়েছে।
ঐ মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৩ হাজার সশস্ত্র ব্যক্তিসহ সর্বমোট ৬ হাজার ৫০০ ব্যক্তি আলেপ্পো ত্যাগ করেছে।
দু’পক্ষের মাঝে মধ্যস্থতাকারী রুশ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, সশস্ত্র ব্যক্তিদের আলেপ্পো ত্যাগ এ কেন্দ্রের অফিসারগণ এবং রেড ক্রস সোসাইটির কর্মকর্তা-কর্মচারীদের তত্ত্বাবধানে হবে।
এদিকে, সশস্ত্র ব্যক্তিদের তৃতীয় টিম আলেপ্পো ত্যাগ করেছে এবং এ নাগাদ ৮০০০ ব্যক্তি আলেপ্পো ত্যাগ করেছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তা সংস্থা সানাও জানিয়েছে, ২৩০০ সন্ত্রাসী তাদের পরিবারের সাথে বাস ও এ্যাম্বুলেন্স যোগে ‘আর-রামুসা’ ক্রসিং দিয়ে সিরিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির তত্ত্বাবধানে আলেপ্পো ত্যাগ করেছে।#