আবনা ডেক্স: দু হাজারের বেশি সৌদি নাগরিক বিদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পক্ষ হয়ে লড়াই করছে। এর মধ্যে শতকরা ৭০ ভাগের বেশি সিরিয়ায় সন্ত্রাসীদের পক্ষে লড়াই করছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ কথা স্বীকার করেছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর আল-তুর্কি দৈনিক আল-হায়াত পত্রিকাকে একথা জানিয়েছেন। তিনি জানান, “গোলযোগপূর্ণ জায়গাগুলোতে ২,০৯৩ জন সৌদি নাগরিক যুদ্ধ করছে এর মধ্যে ১,৫৪০ জন সিরিয়ায় আসাদ সরকারের পতনের জন্য লড়ছে।”
জেনারেল তুর্কি জানান, ইয়েমেনে আল-কায়েদার পক্ষে লড়াই করছে আরো ১৪৭ জন, ৩১ জন রয়েছে আফগানিস্তান অথবা পাকিস্তানে আর প্রতিবেশী ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পক্ষে লড়াই করছে মাত্র পাঁচজন। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশে ৭৩ জন সৌদি নাগরিক আটক রয়েছে।
বহু আগে থেকেই সিরিয়া অভিযোগ করে আসছে, মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশের নাগরিকদের পাশাপাশি সৌদি নাগরিকরা সিরিয়ার ভেতরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পক্ষ হয়ে লড়াই করছে। দামেস্ক সরকার বলছে, সৌদি আরবের মতো সরকারগুলো যদি এসব সন্ত্রাসীকে সমর্থন না দিত তাহলে সন্ত্রাসীরা কখনো সিরিয়ার ভূখণ্ড দখল করতে সক্ষম হতো না।
গত কয়েক মাস ধরে যখন ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসীরা ব্যাপক পরাজয়ের মুখে পড়েছে তখন সৌদি সরকার সে দেশের নাগরিকদের বিদেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পক্ষে লড়াই করার স্বীকার করল।#