আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): স্বৈরাচারী আলে খলিফার ভাড়াটে সৈন্যরা আজ (শুক্রবার, ১৩ জানুয়ারি) রাজধানী মানামা’র দিরাজ অঞ্চলে অবস্থিত ইমাম সাদিক (আ.) মসজিদে জুমআর নামাযে বাধা দিয়েছে। ফলে দীর্ঘ সময় ধরে জুমআর নামাযে অংশগ্রহণ থেকে বঞ্চিত দিরাজের মুসল্লিরা এ সপ্তাহেও জুমআর নামাযে অংশগ্রহণ করতে পারেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, আলে খলিফা’র ভাড়াটে সৈন্যরা দিরাজ অঞ্চলে –আয়াতুল্লাহ ঈসা কাসেমে’র বাসভবনের পাশে- অবস্থিত ইমাম সাদিক (আ.) মসজিদের জুমআর খতিব ও মুসল্লিদেরকে মসজিদে প্রবেশে বাধা দিলে জুমআর নামায বাধাগ্রস্থ হয় এবং জুমআর নামায থেকে বঞ্চিত হয় ঐ এলাকার মুসল্লিরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ইমাম সাদিক (আ.) মসজিদের উদ্দেশ্যে আগত কয়েকজন মুসল্লিকে আটক করেছে স্বৈরাচারী সৈন্যরা।
প্রসঙ্গত, বাহরাইনের শীর্ষ আলেম আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমে’র নাগরিকত্ব বাতিলের পর থেকে এদেশের নিরাপত্তা বাহিনী বিগত ৬ মাস যাবত দিরাজ অঞ্চলে অবস্থিত ইমাম সাদিক (আ.) মসজিদে জুমআর নামাযে বাধা দিয়ে আসছে। দীর্ঘ এ সময়ে প্রতি শুক্রবারই মুসল্লিরা জুমআর নামায আদায় না করতে পেরে ফুরাদা নামায আদায় করে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে।# মিরআতুল বাহরাইন, ইকনা