বাঙ্গালী
Thursday 26th of December 2024
0
نفر 0

শিয়া অধ্যুষিত পারাচিনারে ভয়াবহ বিস্ফোরণ ; ১১৪ জন হতাহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিয়া অধ্যুষিত শহর পারাচিনারে ভয়াবহ এক বিস্ফোরণে ২৪ ব্যক্তি শহীদ এবং অন্তত ৯০ জন আহত হয়েছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিয়া অধ্যুষিত শহর পারাচিনারে অবস্থিত একটি ইমামবাড়ির পাশে ভয়াবহ এক বিস্ফোরণে ২৪ ব্যক্তি শহীদ এবং অন্তত ৯০ জন আহত হয়েছেন।আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় ধারণা করা হচ্ছে শহীদদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

স্থানীয় সূত্র বিস্ফোরণের বিষয়ে, পারাচিনার শহরের নূর মার্কেট এলাকায় আহলে বাইত (আ.) এর অনুসারীদের একটি ইমামবাড়ির পাশে পূর্বে স্থাপিত বোমা বিস্ফোরণের মাধ্যমে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানালেও স্থানীয় জন প্রতিনিধিরা বলছেন সেটি ছিল আত্মঘাতী বিস্ফোরণ।

বলা হচ্ছে যে, ঐ ইমামবাড়িতে প্রবেশের জন্য নারীরা যে বিশেষ দরজা ব্যবহার করে থাকেন তার পাশেই বিস্ফোরণটি ঘটে। ফলে এ ঘটনায় নারী ও শিশু শহীদের সংখ্যাই বেশী।

ঘটনার পরপরই ঐ এলাকায় জরুরী অবস্থা ঘোষনা করা হয় এবং উদ্ধারকর্মীরা দ্রুত আহতদেরকে হাসপাতালে স্থানান্তরিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের শব্দ এতটাই ভয়াবহ ছিল যে, কয়েক কিলোমিটর দূরের মানুষও এর শব্দে সন্ত্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি বোমা বিস্ফোরণের মাধ্যমে এ হামলা চালানো হয়েছে।

এদিকে, পৃথক পৃথক বিবৃতিতে এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসাইন ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বিস্ফোরণে ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের প্রতি আহবান জানিয়েছেন তারা।

বলাবাহুল্য, পারাচিনার শহরটি পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত এলাকায় শিয়া অধ্যুষিত নগন্য সংখ্যক কিছু এলাকার একটি। শহরটি তালেবানসহ অন্যান্য উগ্রতাবাদী গ্রুপের হামলার শিকার হয়ে আসছে বহু বছর যাবত। সর্বশেষ চলতি বছরের ২১ জানুয়ারি পারাচিনারের একটি সবজির বাজারে বোমা বিস্ফোরণে ২৫ জন শহীদ এবং বহু লোক আহত হয়।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

কোরআন মজীদ কি অনাদি, নাকি সৃষ্ট?
তাওহীদের অর্থ ও প্রকারভেদ
ইথিওপিয়ায় পুলিশের গুলিতে ৭৫ জনের ...
এবার লাদেনপুত্র হামজার অডিও ...
হুসাইনি দালানে বোমা হামলার ...
আইএসআইএলে যোগদানের পূর্বে ...
মীর কাসেমের ফাঁসি কার্যকর
হযরত আলীর (আ.) প্রতি বিশ্বনবী (সা.)এর ...
সূরা ইউসুফ; (২৪তম পর্ব)
ফিলিপাইনের মসজিদে গ্রেনেড ...

 
user comment