বাঙ্গালী
Monday 25th of November 2024
0
نفر 0

শিয়া অধ্যুষিত এলাকায় আত্মঘাতী হামলা; ১১ জন হতাহত

আজ নিজস্ব ওয়েব সাইট আমাক-এ বিবৃতি প্রকাশ করে বাগদাদে চালানো ঐ হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ। আত্মঘাতী ঐ ব্যক্তির নাম ‘আবু মুহাম্মাদ আল-ইরাকি’ বলে ঐ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গতরাতে (শুক্রবার, ২৮ এপ্রিল) ইরাকের রাজধানী বাগদাদের আল-কারাদাহ এলাকায় একটি গাড়ি বোমার বিস্ফোরণে ৪ পুলিশ ও ২ ইরাকি বেসামরিক নাগরিক শহীদ এবং অপর ৫ জন আহত হয়।

ইরাকের নিরাপত্তা সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে, ঐ আত্মঘাতী হামলায় ২ ইরাকি নাগরিক শহীদ এবং অপর ৪ জন আহত হয়েছে। অবশ্য অপর কিছু সূত্র জানিয়েছে বিস্ফোরণে পুলিশ বাহিনীর ৪ সদস্য শহীদ এবং অপর ৫ জন আহত হয়েছে।

ঐ এলাকায় অবস্থিত ট্রাফিক পুলিশের কার্যালয়ের গেইটে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, টাইগ্রিস নদীর পূর্ব তীরের পার্শ্ববর্তী আবু নুওয়াস স্ট্রীটে বিস্ফোরণটি ঘটানো হয়। ফরাসী দূতাবাসও ঐ একই অঞ্চলে অবস্থিত। বাগদাদে অবস্থিত বিদেশী গণমাধ্যমের কার্যালয়গুলোও বিস্ফোরণ স্থলের পার্শ্ববর্তী একটি স্ট্রীটে অবস্থিত।

নিরাপত্তা সুত্রের ভাষ্যমতে, দায়েশের আত্মঘাতী ঐ সন্ত্রাসী বোমাধারী গাড়িটি নিয়ে ট্রাফিক পুলিশের কার্যালয়ে প্রবেশের চেষ্টা চালায়, কিন্তু সে ঐ কার্যালয়ের গেইটেই বিস্ফোরণ ঘটায়।

এদিকে, বিবৃতি প্রকাশ করে আত্মঘাতী এ হামলার দায় স্বীকার করেছে দায়েশ।

আজ (শনিবার, ২৯ এপ্রিল) নিজস্ব ওয়েব সাইট আমাক-এ প্রকাশিত এক বিবৃতিতে বাগদাদে এ হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ। আত্মঘাতী ঐ ব্যক্তির নাম ‘আবু মুহাম্মাদ আল-ইরাকি’ বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

প্রসঙ্গত, ২০১৬ সালের জুন মাসে আত্মঘাতী এক দায়েশী বোমাধারী একটি ট্রাক নিয়ে ‘আল-কারাদাহ’ অঞ্চলের দু’টি শপিং কমপ্লেক্সের কাছে বিস্ফোরণ ঘটায়। ভয়াবহ ঐ বিস্ফোরণে অন্তত ৩৬০ ইরাকি শহীদ হন।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

মিলাদুন্নবী, জুমাতুল বিদা সহ ১৭ ...
সেনা নিহতের কথা স্বীকার করল সৌদি ...
স্বচ্ছ চুক্তি চাই যা ইরানের ...
বিশ্ববিদ্যালয়ে হামলার জবাবে আশ ...
খোদায়ি বিধানেই ফিলিস্তিনের ...
নাইজেরিয়ায় বিমান হামলায় বোকো ...
ফ্রান্সে জনতার ওপর ট্রাক নিয়ে ...
সৌদি আরব ইয়েমেনে অরাজকতা ...
সমগ্র শিরকের বিরুদ্ধে সমগ্র ...
মৃত্যুর কাছাকাছি আইএসআইএল: কুদস ...

 
user comment