বাঙ্গালী
Wednesday 27th of November 2024
0
نفر 0

৩ হিজবুল্লাহ যোদ্ধার মুক্তি লাভ

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সন্ত্রাসী বাহিনী নুসরাহ ফ্রন্টের হাতে আটক হিজবুল্লাহ বাহিনীর ৩ সদস্য মুক্তি পেয়েছেন।
হিজবুল্লাহ বাহিনীর ৩ সদস্য হামদ হারব, শাদি যাখিম, হাসসাম আল-ফকিহ মুক্ত হয়ে বাড়ি ফিরে এসেছেন। তাদের স্বাগত জানিয়েছে শহরের বাসিন্দারা।
লেবাননের নিরাপত্তা বিভাগের প্রধান জেনারেল আব্বাস ইব্রাহিমের মধ্যস্থতায় সংলাপের পর হিজবুল্লাহর এ ৩ যোদ্ধা মুক্তি পেলেন।
উরসালের দক্ষিনে ওয়াদি হামিদ এলাকায় নুসরাহ ফ্রন্টের ৩ সদস্যের সাথে হিজবুল্লাহর ৩ বন্দী বিনিময় করা হয়।
প্রসঙ্গত, ইসলামি প্রতিরোধ আন্দোলনের এ ৩ যোদ্ধা, প্রতিরোধ আন্দোলন ও নুসরাহ ফ্রন্টের মাঝে যুদ্ধ বিরতি চলার সময় উরসাল শহরের পার্শ্ববর্তী এলাকায় রাস্তা হারিয়ে নুসরাহ ফ্রন্টের হাতে আটক হন।
জিবহাতুন নুসরাহ গত মঙ্গলবার, হিজবুল্লাহর সাথে কৃত চুক্তির ভিত্তিতে হিজবুল্লাহর ৩ যোদ্ধাকে মুক্তি দেয়। মুক্তি প্রাপ্ত সৈন্যরা প্রথমে লেবাননের পূর্বাঞ্চলীয় আল-লাব্বুহতে অবস্থিত লেবানন সেনাবাহিনীর ৯নং ব্যাটেলিয়নে পৌঁছান। এরপর বিপুল সংখ্যক জনগণ বৈরুতের দ্বাহিয়া এলাকায় অবস্থিত তাদের বাড়ির সামনে তাদেরকে স্বাগত জানায়।
পক্ষান্তরে নুসরাহ ফ্রন্টের ৩ সদস্যকেও মুক্ত করা হয়েছে। লেবাননের নিরাপত্তা বাহিনীর প্রধানের ভাষ্যমতে, মুক্ত হওয়া নুসরাহ ফ্রন্টের ৩ সদস্যের ২ জনের বিরুদ্ধে আদালত কোন রায় প্রদান করেনি এবং তৃতীয় ব্যক্তির কারাদণ্ডের মেয়াদ প্রায় শেষের পথে ছিল।
নুসরাহ ফ্রন্টের আরও কয়েকজন সদস্যকে মুক্তি দানের বিষয়ে সন্ত্রাসী এ সংগঠনের আবেদনের জবাবে আব্বাস ইব্রাহিমি জানিয়েছেন, লেবাননের জনগণের রক্ত যাদের হাতে লেগে আছে তাদের একজনকেও মুক্তি দেয়া হবে না।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

বাদদাদের শিয়া অধ্যুষিত এলাকায় ...
আবু তালিব (আ.) এর ঈমান আনয়নের বিষয়ে ...
মিথ্যা অভিযোগে হেরাতে শিয়া আলেম ...
ইসরায়েলের বিরুদ্ধে ইন্তিফাদার ...
আবনা : ইয়েমেন আগ্রাসীদের ...
সিরিয়া- লেবানন অভিন্ন সীমান্তে ...
বাহরাইনে ইমাম হোসাইন (আ.)এর ...
পশ্চিমবঙ্গে প্রবীণ খ্রিস্টান ...
মোরায় কক্সবাজারে দুই শতাধিক ...
ক্যান্সার দিবস : যে লক্ষণগুলো ...

 
user comment