আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আসন্ন ইমাম হুসাইন (আ.) এর চেহলাম উপলক্ষে বসরাসহ ইরাকের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন শহর থেকে লংমার্চ শুরু করেছে আহলে বাইত (আ.) এর ভক্তরা।
ইমাম হুসাইন (আ.) এর চল্লিশার অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে ইরাকে যে লংমার্চ শুরু হয়েছে তাদের মাঝে এমন শিশুও রয়েছে যার দু’টি পা নেই। তবুও হাতে ভর দিয়ে কারবালার দিয়ে এগিয়ে চলেছে শিশুটি।
জন্মগত ভাবে পঙ্গু ৬ বছরের বয়সী শিশুটির নাম সাজ্জাদ, সে বসরার অধিবাসী। পা না থাকলেও হাত দু’টির সাহায্যে সে এ অসাধ্য সাধনে নেমেছে। এ কাজের মাধ্যমে সে তার কাফনহীন ও মাথাহীন মাওলার প্রতি নিজের ভালবাসার প্রমাণ দিতে চায়।
হুসাইন (আ.) এর এ ভক্ত সবুজ পোশাক ও কুফি নামক স্থানীয় টুপি পরে কারবালার উদ্দেশ্যে রওনা হয়েছে। টুপিতে লেখা রয়েছে ইয়া হুসাইন (আ.)।
প্রসঙ্গত, ইমাম হুসাইন (আ.) এর মাজারের উদ্দেশ্যে লংমার্চ শুরু করা প্রথম গ্রুপটি, বসরা প্রদেশের ফাভ জেলার ‘রাসুল বিশাহ’ এলাকা থেকে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলা শুরু করেছে।
ধারণা করা হচ্ছে, যায়েরদের যে দলটি আরবাইন বা চেহলামের বিশেষ লংমার্চ শুরু করেছে আগামী কয়েক দিনের মধ্যে তাদের সাথে লক্ষ লক্ষ লোক যোগ দিতে যাচ্ছে। যাদের সকলের গন্তব্য হচ্ছে ইমাম হুসাইন (আ.) এর মাজার কারবালা। বসরা শহর থেকে কারবালার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার।#
ইমাম হুসাইন (আ.) এর চল্লিশার অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে ইরাকে যে লংমার্চ শুরু হয়েছে তাদের মাঝে এমন শিশুও রয়েছে যার দু’টি পা নেই। তবুও হাতে ভর দিয়ে কারবালার দিয়ে এগিয়ে চলেছে শিশুটি।