আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্র প্রতিরোধ করার বিষয়ে গুরুত্বারোপ করে দায়েশ সন্ত্রাসীদের কবল থেকে কৌশলগত আল-বুকামাল শহর মুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিরিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান।
সিরিয় সশস্ত্র বাহিনীর প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, মিত্র সৈন্যদের সহযোগিতায় সিরিয় সেনাবাহিনী দেইর এয-যোর অঞ্চলের অন্তর্ভূক্ত আল-বুকামাল শহর মুক্ত করতে সক্ষম হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় দায়েশের সর্বশেষ ঘাঁটি ছিল বুকামাল।
এ বিবৃতিতে বলা হয়েছে, আমাদের সেনারা ঐ শহরে তুমুল প্রতিরোধের মুখোমুখি হয়। সেনারা দায়েশের বেশ কয়েকজন কমান্ডারসহ বিপুল সংখ্যক সন্ত্রাসীকে হত্যা করেছে এবং বিভিন্ন দিকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদেরকে খোঁজ করছে তারা। সেনাবাহিনীর প্রকৌশলী বিভাগ বর্তমানে শহরের বিভিন্ন এলাকায় স্থাপিত বোমা ও মাইন নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে।
আল-বুকামাল শহরের উপর নিয়ন্ত্রণ লাভের মাধ্যমে দায়েশের সকল পরিকল্পনা ভেস্তে গেছে। পাশাপাশি যারা মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার পরিকল্পনা করেছিল তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। আল-বুকামাল শহরটি মুক্ত করার মধ্য দিয়ে সিরিয়াকে ইরাকের সাথে সংযুক্তকারী সড়কসমূহের নিরাপত্তা নিশ্চিত হল। আর এর মাধ্যমে সিরিয়া ভূখণ্ডে বিভিন্ন নামে লড়াইরত সন্ত্রাসীদেরও বিজয় ঘন্টা বাজতে শুরু করেছে।
আল-বুকামাল শহর মুক্ত হওয়ার পর সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-মায়াদিনসহ পশ্চিম ও পূর্বাঞ্চলের কিছু এলাকা (যার আয়তন প্রায় ৬০ কিলোমিটার) এখনো দায়েশের নিয়ন্ত্রণাধীন রয়েছে। ঐ সকল এলাকাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামগুলোর নাম হচ্ছে; আল-আশশারা, আবু হাম্মাম, হুজাইন, আল-জালা ও সুসাহ।
ইরাক সীমান্তে অবস্থিত আল-বুকামাল শহর ছিল সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকাতে অবস্থিত দায়েশের সর্বশেষ ঘাঁটি।#