বাহরাইনের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ ঈসা কাসিমের নাগরিকত্ব বাতিলের নির্দেশ অনুমোদন করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
আবনা ডেস্কঃ বাহরাইনের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ ঈসা কাসিমের নাগরিকত্ব বাতিলের নির্দেশ অনুমোদন করেছে দেশটির সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আদালত রাজনৈতিক বন্দী মাহের আল খাব্বাযের ফাঁসি ও ছয় শিয়া তরুণের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ও অনুমোদন করেছে।
প্রায় দুই বছর আগে বাহরাইন সরকার শিয়া মুসলমানদের কাছ থেকে খোমসের অর্থ গ্রহণের দায়ে আয়াতুল্লাহ ঈসা কাসিমের নাগরিকত্ব বাতিল ও তাকে গৃহবন্দী করে।
শেখ ঈসা কাসিম বাহরাইনের শিয়া মুসলমানদের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। শুধু তার বাড়ি নয় ওই এলাকাটিই ঘিরে রেখেছে বাহরাইনের নিরাপত্তা বাহিনী। আয়াতুল্লাহ ঈসা কাসিমের বাড়ি দিরাজ এলাকায় অবস্থিত।
এর আগে বাহরাইনের প্রধান রাজনৈতিক জোট আল-ওয়েফাক ও মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ৭০ বছরের বেশি বয়সী এই ধর্মীয় নেতা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছেন।
বাহরাইনের আলে খলিফা সরকার ২০১১ সাল থেকে অত্যন্ত নির্দয়ভাবে গণআন্দোলন দমন করে আসছে। অন্যায়ের বিরুদ্ধে এ আন্দোলনে সেদেশের ধর্মীয় নেতাদেরও সমর্থন রয়েছে।#