একটি সূত্র সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, হাসাকা প্রদেশের আস-সিরাজিয়ে এবং আশ-শাদাদি এলাকায় মার্কিন বাহিনী হামলা চালায়। তবে এতে কতজন মারা গেছে তা পরিষ্কার নয়।
আবনা ডেস্কঃ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত হামলার নামে মার্কিন বাহিনী দীর্ঘদিন ধরে বেসামরিক লোকজনের ওপর যে হামলা চালিয়ে আসছে তারই অংশ হিসেবে এ হামলা হলো।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, হাসাকা প্রদেশের আস-সিরাজিয়ে এবং আশ-শাদাদি এলাকায় মার্কিন বাহিনী হামলা চালায়। তবে এতে কতজন মারা গেছে তা পরিষ্কার নয়। এর একদিন আগে হাসাকা প্রদেশের আস-সাফাভি এলাকায় মার্কিন বাহিনী বিমান হামলা চালায়। ওই হামলায় অন্তত তিনজন নিহত হয়। এর মধ্যে একটি শিশু ছিল।
এর কয়েকদিন আগে পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ২৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মার্কিন বাহিনীর এ ধরনের হামলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে গত ২৭ ফেব্রুয়ারি চিঠি পাঠিয়েছে। তারপর মার্কিন বাহিনী সিরিয়ায় বেসামরিক লোকজনের ওপর হামলা বাড়িয়ে দিয়েছে।#