আবনা ডেস্ক : তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল যেসব নারীকে যৌনদাসী হিসেবে কেনাবেচা করছে তাদের একটি মূল্য তালিকার বিষয়ে জাতিসংঘ সত্যতা পেয়েছে বলে সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন।
গত বছর নভেম্বরে যৌনদাসীদের মূল তালিকার লোমহর্ষক যে তথ্য ইন্টারনেটে প্রকাশিত হয়েছিল তা পুরোপুরি সত্য বলে যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মহাসচিব বান কি মুনের বিশেষ প্রতিনিধি জয়নাব বাঙ্গুরা জানিয়েছেন।
তাকফিরি সন্ত্রাসী আইএসআইএলসহ অন্যান্যদের কাছে 'যৌনদাসী' বিক্রির একটি তালিকা গত বছরের এপ্রিলে জাতিসংঘের হাতে পড়ে। কিন্তু জাতিসংঘ এখন পর্যন্ত এর সত্যতার ব্যাপারে নিশ্চিত ছিল না।
মেয়েদের পেট্রোলের মত ব্যবহার করা হচ্ছে এই কথা উল্লেখে বাঙ্গুরা আরো বলেন, একজন কিশোরী পাঁচ থেকে ছয় ব্যক্তির মাধ্যমে কেনাবেচা হয়েছে। আবার এসব কিশোরীদের নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার শর্তে সন্ত্রাসীরা কয়েক হাজার ডলার মুক্তিপণ আদায় করেছে।
ইরাকি দিনারে দেয়া কথিত ‘যৌনদাসীর’ মূল্য তালিকা অনুযায়ী, তাকফিরি সন্ত্রাসীরা এক থেকে নয় বছর বয়সী শিশুদের ১৬৫ ডলার, কিশোরীদের ১২৪ ডালার, ২০ বছরের বেশি বয়সী নারীদের এর চেয়ে কম মূল্যে এবং ৪০ বছরের ওপরে নারীদের মাত্র ৪১ ডলারে কিনে থাকে।
গত এপ্রিলের ১৬ থেকে ২৯ তারিখে বাঙ্গুরা ইরাক, সিরিয়া, তুরস্ক, লেবানন এবং জর্ডান সফরে যান। সেখানে আইএসআইএলের যৌন সহিংসতার কবল থেকে মুক্তি পাওয়া নারী ও কিশোরীদের সাক্ষাৎকার নেয়ার মাধ্যমে এর আগে প্রকাশিত চাঞ্চল্যকর তথ্যের ব্যাপারে নিশ্চিত হন।
তাকফিরি সন্ত্রাসীদের যৌন সহিসংতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বাঙ্গুরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছন।
এসব যৌনদাসীর গর্ভে জন্ম নেয়া শিশুদের কোন রাষ্ট্র পরিচয় নেই-এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এসব শিশুকে ভবিষ্যতে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করা হতে পারে।#
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল যেসব নারীকে যৌনদাসী হিসেবে কেনাবেচা করছে তাদের একটি মূল্য তালিকার বিষয়ে জাতিসংঘ সত্যতা পেয়েছে বলে সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন।