লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সাক্ষাতের দৃশ্য দেখে আমার চোখে পানি চলে এসেছিল।
আবনা ডেস্কঃ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সাক্ষাতের দৃশ্য দেখে আমার চোখে পানি চলে এসেছিল।
গত সোমবার সকালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ ইরান সফরে আসেন। ইরানে তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করেন। সর্বোচ্চ নেতার দপ্তরে পৌঁছেই বাশার আসাদ তাঁর সঙ্গে কোলাকুলি করেন। এ সময় তাদের মধ্যে আরবিতে আন্তরিকতাপূর্ণ মতবিনিময় হয়। সর্বোচ্চ নেতার সঙ্গে বাশার আসাদের সাক্ষাতের ভিডিও ক্লিপও সর্বত্র প্রচারিত হয়েছে।
হাসান নাসরুল্লাহ এসব দৃশ্য দেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ইরানের সর্বোচ্চ নেতার প্রতি হাসান নাসরুল্লাহর রয়েছে অগাধ ভালোবাসা। এর আগে নাসরুল্লাহ বিভিন্ন সাক্ষাৎকারে এ কথা বলেছেন। সর্বোচ্চ নেতা ও বাশার আসাদের দেখা-সাক্ষাতের দৃশ্য দেখে আবেগে কেঁদে ফেলার কথা নিজেই গতরাতে এক অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বলেছেন।
গতরাতে মহানবী হজরত মুহাম্মাদ (স.)'র কন্যা হজরত ফাতেমা (সা.আ.)'র শুভ জন্মবার্ষিকী উপলক্ষে হিজবুল্লাহর নারী সদস্যদের এক সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন। সেখানে তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে শত্রুদের নিষেধাজ্ঞা প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেছেন, ইসরাইলবিরোধী প্রতিরোধ সংগ্রামের প্রতি চাপ বাড়াতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।#