দি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই এ তথ্য জানিয়েছে।
আবনা ডেস্কঃ সুইডেনভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বে ভারত হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র ক্রেতা দেশ। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয় তার শতকরা সাড়ে নয় ভাগ শুধু একা ভারত কিনে থাকে।
দি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই এ তথ্য জানিয়েছে। গবেষণার নাম দেয়া হয়েছে ‘ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফার-২০১৮’।
এসআইপিআরআই’র তথ্য অনুসারে- দক্ষিণ এশিয়ার এ দেশটি গত কয়েক দশক ধরে বিশ্বের শীর্ষ অস্ত্র ক্রেতা পাঁচটি দেশের মধ্যে রয়েছে। আর রাশিয়া হচ্ছে ভারতের শতকরা ৫৮ ভাগ অস্ত্রের যোগানদাতা। তবে রাশিয়া থেকে ভারতের অস্ত্র আমদানির প্রবণতা দিন দিন কমছে।
রাশিয়া থেকে ভারত ২০১৪ হতে ‘১৮ সালের মধ্যে অস্ত্র কিনেছে শতকরা ৫৮ ভাগ কিন্তু ২০০৯ সাল থেকে ১৩ সাল পর্যন্ত এ অস্ত্র কেনার পরিমাণ ছিল শতকরা ৭৬ ভাগ। সে হিসাবে দেখা যায়- ভারত রাশিয়া থেকে চার বছরে ১৮ ভাগ অস্ত্র কেনা কমিয়েছে। এ সময়ে ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা ও ফ্রান্স ভারতে অস্ত্র বিক্রি বাড়িয়েছে।#