হামলা চালানোর দায়ে মেহদিকে গত সপ্তাহে দোষী সাব্যস্ত করা হয়।
আবনা ডেস্কঃ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি ইহুদি জাদুঘরে হামলা চালিয়ে ৪ জনকে হত্যার দায়ে দেশটির এক আদালত মঙ্গলবার ফরাসি নাগরিক মেহদি নেমৌশেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
জনাকীর্ণ আদালতে এ মামলার শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে ‘কাপুরুষ’ ও ‘মানসিক রোগী’ হিসেবে আখ্যায়িত করেন।
হামলা চালানোর দায়ে মেহদিকে গত সপ্তাহে দোষী সাব্যস্ত করা হয়।
সিরিয়ার যুদ্ধক্ষেত্র থেকে ফিরে ২০১৪ সালের মে মাসে বেলজিয়ামের রাজধানীতে ইহুদিদের ওপর ওই বন্দুক হামলা চালায় মেহদি।
আদালত জানায়, ৩৩ বছর বয়সী মেহদি এই হত্যাকাণ্ডের জন্য মোটেও দুঃখ প্রকাশ করেনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইভেস মোরেয়াউ বলেন, ‘নেমৌশে আপনি একজন কাপুরুষ। আপনি পেছন থেকে গুলি করে মানুষকে হত্যা করেছেন। আপনি একটি রাইফেল দিয়ে বৃদ্ধ নারীকে হত্যা করেছেন। আপনি মানুষকে হত্যা করেছেন, কারণ এটা আপনাকে আনন্দ দেয়।
খবর এএফপি