মুসলমানদের ওপর গণহত্যার হুমকি দানকারী দুই অস্ট্রেলীয় সেনাসহ ফেসবুকে ইসলাম অবমাননাকারী ও মুসলিম-বিদ্বেষী কয়েকজন অস্ট্রেলীয় সেনার বিচারের উদ্যোগ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি অস্ট্রেলিয়ার দুজন সরকারি সেনা সামাজিক নেটওয়ার্ক ফেস বুকে মুসলমানদের ওপর গণহত্যা চালানোর তীব্র আগ্রহ প্রকাশ করার পর দেশটির মুসলমানদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। ওই দুই সেনার একজন লিখেছেন: আমার জন্য শুধু একটা এম-ফোর রাইফেল দরকার, কেউ আমাকে তা দিলেই আমি সিডনি শহরে গিয়ে মুসলমানদের রক্তের বন্যা বইয়ে দেব।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এই ঘটনার পর এক বিবৃতিতে মুসলমানদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী এইসব সেনাকে শাস্তি দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। এরই মধ্যে দুই অস্ট্রেলীয় সেনার কাছে সতর্ক বার্তা পাঠিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের বিচার ও শাস্তির প্রক্রিয়াও শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ।
অস্ট্রেলিয়ায় ১৯৭৬ সালে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৪৪ হাজার ৭১ জন। কিন্তু এখন দেশটিতে মুসলমানের সংখ্যা প্রায় ৫ লাখ। অর্থাৎ তখন থেকে এ পর্যন্ত দেশটিতে মুসলমানের সংখ্যা দশ গুণ বেড়েছে। মুসলমানরা এখন অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা শতকরা ২ দশমিক ২৫ ভাগ। গত ৫ বছরে তাদের সংখ্যা বেড়েছে শতকরা ৪০ ভাগ। রেডিও তেহরান
source : bangla.irib.ir