আন্তর্জাতিক বিভাগ: লেবাননের আল কুদস মসজিদের পেশ ইমাম বলেছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতিই মুসলিম বিশ্বের মডেল হওয়া উচিত।
লেবাননের আল কুদস মসজিদের পেশ ইমাম শেইখ মাহের হামুদ বলেছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতিই পবিত্র কোরআন ও ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ; তাই নীতিই মুসলিম বিশ্বের মডেল হওয়া উচিত।
শেইখ মাহের হামুদ বলেন: বর্তমানে শিয়া ও সুন্নিদের এক হওয়ার সময় এসেছে এবং এ বিষয়টিকে শুধুমাত্র সেমিনারের মধ্যে সীমাবদ্ধ না রেখে কাজে পরিণত করতে হবে।
তিনি কিছু আরব নেতাদের ইশারা করে বলেন: ইরানের কোন পদক্ষেপকেই শিয়াদের বিষয় বলে উপেক্ষা করা চলবে না এবং যারা এমনটি করে তারা ভ্রান্তির মধ্যে রয়েছে।
তিনি এর পূর্বেও যারা ইসলামের অবমাননা করে তাদের শাস্তির জন্য ইসলামী দেশগুলোর একটি বিধান লেখার প্রস্তাব রেখেছিলেন এবং মহানবীকে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণ কারার পরও জাতিসংঘ কোন পদক্ষেপ না নেয়াতে নিন্দা জ্ঞাপন করেছিলে
source : http://shabestan.net/