তুরুস্কের আজরুম প্রদেশের একটি এলাকাতে মাটি খননকালে পবিত্র কোরআনের একটি প্রাচীন পান্ডুলিপি অবিস্কৃত হয়েছে।
তুরুস্কের আতা তুর্ক ভার্সিটির পূরাতত্ব বিভাগের প্রফেসর হুসাইন পুরতাস জানিয়েছেন যে, এ দেশের আজরুম প্রদেশে মাটি খননকালে পবিত্র কোরআনের একটি প্রাচীন পান্ডুলিপি অবিস্কৃত হয়েছে। গবেষকদের ধারণা মতে কোরআনের এ পান্ডুলিপিটি ৬০০ বছরের প্রাচীন।
তিনি বলেন: এ পান্ডুলিপিটির ওজন প্রায় ৩৭ কেজি হবে এবং এর প্রতিটি পৃষ্ঠা স্বর্ণ খচিত। কিন্তু এ পান্ডুলিপির লেখক কে তা এখনও অনুসন্ধান করা সম্ভব হয় নি।
তিনি আরও বলেন: এ পান্ডুলিপিটি প্রায় ২ মিটার মাটির নিচে ছিল। এ কারণে অনেক পৃষ্ঠা অংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পূরাকীর্ত বিশেষজ্ঞদের মতে এটি অত্যন্ত মূল্যবান একটি পান্ডুলিপি। এখনও এ পান্ডুলিপির মূল্য নির্ধারিত হয় নি।
source : http://shabestan.net