তুর্কি সরকার নতুন শিক্ষাবর্ষের আগমনে এদেশের মাদ্রাসার ছাত্রীদের হিজাব পরিধান নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু ঘটনাক্রমে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
তুরস্কের প্রধান মন্ত্রী ‘রজব তাইয়্যেব এর্দোগান’এক সংবাদ সম্মেলনে বলেছেন, এখন থেকে এদের সকল ইসলামিক স্কুলের ছাত্রীরা হিজাব (পর্দা) পরিধান করে তাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। সাধারণ বিদ্যালয়ের ছাত্রীরাও ধর্মীয় ক্লাসগুলোই ইসলামী পোশাক পরিধান করে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে।
তিনি আরও জানান, এই সিদ্ধান্ত এদেশের জনগণের আহ্বানের কারণে গ্রহণ করা হয়েছে। প্রতিটি পিতা-মাতারই অধিকার আছে তাদের সন্তানদেরকে তাদের ইচ্ছামত পোশাক পরানো।
তুর্কি সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসকল ছাত্র-ছাত্রীরা মাদ্রাসাই পড়তে ইচ্ছুক এগারো বছর পর তারা মাদ্রাসাই পরতে পারবে। মাদ্রাসাই পড়ার জন্য পূর্বে বয়সের সীমাবদ্ধতা পনেরো ছিল।
তুরস্কের ধর্মনিরপেক্ষ গ্রুপ এই পদক্ষেপকে এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে বলে ধারণা করছে এবং এটাকে এদেশের সংবিধান বিরোধী হিসেবে গণ্য করছে। কিন্তু এদেশের জনগণরা হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ইতিবাচক বলে মনে করছে এবং এই আইন প্রতিষ্ঠিত হওয়ার মূল কারণ হিসেবে এদের মুসলিম জনগণের ভূমিকা রয়েছে বলে ধারণা করছে।
source : http://iqna.ir