সৌদি আরবের বিশিষ্ট শিয়া আলেম বলেছেন যে, যুগোপযোগি উপায়ে ইমাম হুসাইনের (আ.) বাণী বিশ্ববাসীর নিকট পৌছে দেয়া আমাদের দায়িত্ব।
সৌদি আরবের বিশিষ্ট শিয়া আলেম হুজ্জাতুল ইসলাম শেইখ ডা: ফাইসাল আল আওয়ামী বলেন: বর্তমান যুগে আমাদের ঈমানী দায়িত্ব হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইমাম হুসাইনের (আ.) বাণী ও শিক্ষাকে বিশ্ববাসীর নিকট পৌছে দেয়া। ইমাম হুসাইনের (আ.) জীবনাদর্শ আমাদেরকে ইসলাম ও ধর্মের প্রতি আনুপ্রাণীত করে। কেননা এ আদর্শ হচ্ছে ইসলাম ও কোরআনের আদর্শ।
তিনি বলেন: ইমাম হুসাইন (আ.) আশুরার দিন নিজের জীবন উৎসর্গ করে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বাণী রেখে গেছেন। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঈমান ও আকিদাকে সুদৃঢ় করা এবং তারপর বিশ্ববাসীর নিকট আশুরার বাণীকে পৌছে দেয়া। আর এ জন্য প্রয়োজন যুগোপযোগী ও কার্যকরী পন্থা ব্যবহার করা; যাতে সহজেই তা মানুষের নিকট পৌছে দেয়া সম্ভব হয়।
source : http://shabestan.net