পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুই দিন ধরে সৌদি আরবে অপেক্ষা করে অজ্ঞাত কারণে বাদশা সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেখা পাননি।
আবনা ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুই দিন ধরে সৌদি আরবে অপেক্ষা করে অজ্ঞাত কারণে বাদশা সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেখা পাননি।
আগে থেকেই তাদের মধ্যে বৈঠকের সূচি নির্ধারণ করা থাকলেও সৌদি আরবে অপেক্ষায় দিন পার করছেন নওয়াজ। মঙ্গলবার নওয়াজের দেশে ফেরার কথা। শেষ দিনে তিনি যুবরাজের সাক্ষাৎ পেতেও পারেন। তবে এ বিষয়ে নিশ্চয়তা নেই।
নওয়াজ শরিফ কারো সাক্ষাৎ না পেলেও তার ছোট ভাই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। জেরুজালেম ইস্যুতে গত মাসে তুরস্কে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে সৌদি আরবের অনুপস্থিত থাকার বিষয়টি নিয়ে যুবরাজের সঙ্গে কথা বলেন তিনি।
শরিফ পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তি ডন নিউজকে জানিয়েছে, সোমবার মিয়া সাহেব (নওয়াজ) ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে বৈঠক নির্ধারিত থাকলেও অজানা কারণে তা হয়নি। এখন দেখার বিষয় মঙ্গলবার তাদের মধ্যে বৈঠক হয় কিনা। নওয়াজের সঙ্গে সৌদি নেতাদের বৈঠক বিলম্বিত হওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন।
শরিফ ভাইদের আকস্মিক সৌদি আরব সফর নিয়ে প্রশ্ন ওঠায় পাঞ্জাব প্রাদেশিক সরকার কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তারা জানিয়েছে, আল কুদস (জেরুজালেম) ইস্যুতে তুরস্কের সম্মেলনে সৌদি আরবের অনুপস্থিতি নিয়ে যুবরাজের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের। এ ছাড়া সরকারি সূত্র থেকে জানা গেছে, সৌদি আরবের গোয়েন্দাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শাহবাজ শরিফ।#