বাঙ্গালী
Wednesday 27th of November 2024
0
نفر 0

পবিত্র হাদিসে দোয়া ২য় পর্ব

পবিত্র হাদিসে দোয়া ২য় পর্ব

 

বইঃ দোয়া-ই-কোমাইলের ব্যাখ্যা

 

লেখকঃ উস্তাদ আনসারিয়ান

ইমাম বাক্বের (আ.) হতে বর্ণিত হয়েছেঃ

(...۔۔۔ مَا مِن شِیء أَفضَلُ عَندَ اللہِ عَزَّ وَ جَلَّ مِن أَن یُسئَلَ وَ یُطلَبَ مِمَّا عِندَہ، وَ مَا أَحَدٔ أَبغَضَ اِلَی اللہِ مِمَّن یَستَکبِرَ عَن عِبَادَتِہِ وَلَا یَسئُلُ مَا عِندَہُ [1])

 

কোন কিছু আল্লাহ্‌র নিকতে চাওয়া ও দয়ার দরখাস্ত করা যা উনার কাছে আছে উত্তম নয়, এবং উনার দরবারে ক্রোধের শিকার তারা যারা এবাদতে অহংকার করে আর উনার দয়ার দরখাস্ত করে না, নয়।

আমিরাল মোমেনীন (আ.) হতে বর্ণিতঃ

( أَحَبُّ ألأَعمَالِ اِلَی اللہِ تَعَالٰی فِی أَرضِ ألدُّعَاءُ ([2]

ভূমিতে পছন্দনীয় কাজ আল্লাহ্‌র নিকট দোয়া।

 আরও আমিরাল মোমেনীন (আ.) হতে বর্ণিতঃ

 ( الدعاء مفاتیح النجاح و مقالید الفلاح . و خیر الدعاء مَا صَدَرَ عَن صَدرِ نَقِیّ وَ قَلبِ تَقَیّ وَ فِی المُنَجَاۃِ سَبَبُ النَّجَاۃِ و بِالاِخلَاَصِ یَکُونُ الخَلَاصُ فَاِذَا أشتَدَّ ألفَزَعُ فَاِلَی اللہِ ألمَفزَعُ [3])

দোয়া হচ্ছে জান্নাতের চাবি এবং সাফল্যর ভাণ্ডার। উত্তম দোয়া, এমন দোয়া যা পরিস্কার মন ও অন্তর হতে হয়। এবং মোনাজাত, নেজাতের ওয়াসিলা ও এখলাসের প্রতি মুক্তি পাওয়া। এবং  অস্থিরতা বেসি হবে, আল্লাহ্‌র দরবার প্রতি আশ্রয় নিবে।

ইমাম সাদিক (আ.) হতে বর্ণিত হয়েছেঃ

( ... فَاِذَا نَزَلَ البَلَاءُ فَعَلَیکُم بِالدُّعَاءِ وَ التَّضَرُعِ اِلَی أللہِ  [4])

যখনি বিপদ আসে, অবশ্যই আল্লাহ্‌র দরবারে ক্রন্দন ও দোয়া করবা।

তিনি আরও এরশাদ করেনঃ

( عَلَیکَ بِالدُّعَاءَ؛ فَاِنَّ فِیہِ شِفَاءً مِن کُلِّ دَاء [5])

তোমার উপর দোয়া হোক ; কেননা দোয়া সমস্ত ব্যাথার চিকিৎসা।



[2] - আল কাফীঃ ২/৪৬৭, ফযলে দোয়ার অধ্যায়, হাদিস নং ৮ ; ওয়াসায়েলুশ শিয়াঃ ৭/৩০, ৩য় অধ্যায়, হাদিস নং ৮৬২৮।

[3] - আল কাফীঃ ২/৪৬৮, অধ্যায় দোয়া মোমেনিনের অস্ত্র, হাদিস নং ২ ; মুহাজ্জাতুল বাইযাঃ ২/২৮৪, ২য় অধ্যায় ;

[4] - আল কাফীঃ ২/৪৭১,  দোয়ার ইলহাম অধ্যায়ে, হাদিন নং ২ ; মুহাজ্জাতুল বাইযাঃ ২/২৮৪, ২য় অধ্যায় ;

[5] - আল কাফীঃ ২/৪৭০, দোয়া সমস্ত রোগের শাফা, হাদিস নং ১ ; মুহাজ্জাতুল বাইযাঃ ২/২৮৫, ২য় অধ্যায় ;

 

 চলবে... 

 

 

 

 

 

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ইমাম মাহদি(আ.)'র বাবার কয়েকটি ...
আদর্শ মানব হযরত মুহাম্মদ (সা.) - ১ম ...
হযরত ঈসা (আ.) এর জন্মবার্ষিকী-২০১২
ইমাম হুসাইন (আ.)-এর জীবনী-১১তম পর্ব
যদি কেউ দাড়ি না রাখে তাহলে সে কি ...
বাংলাদেশের নিম গাছ আরাফাতের ...
মহানবীর ওফাত দিবস এবং ইমাম হাসান ...
রাসূলুল্লাহ (সা.)-এর নবুওয়াত-পূর্ব ...
কে হযরত আলী (আ.) কে শহীদ করেছে? তার ...
আল কোরআনের অলৌকিকতা (৬ষ্ঠ পর্ব)

 
user comment