ইরানের বিশিষ্ট আলেম বলেছেন যে, পবিত্র কোরআনকে আকড়ে ধরার মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব।
বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহদী কারাজী এক অনুষ্ঠানে বক্তৃকাকালে বলেন: পবিত্র কোরআন ইসলামের মূল সংবিধান। এ আসমানী কিতাবে মুসলমানদের যাবতীয় সমস্যার সমাধান দেয়া হয়েছে।
তিনি বলেন: মুসলমানরা যদি পবিত্র কোরআনকে গভীর মনোযোগের সাথে পাঠ করে তাহলে বুঝতে পারবে যে, মানব জীবনে এমন কোন বিষয় নেই, যা সম্পর্কে এ কিতাবে ব্যাখ্যা দেয়া হয় নি।
তিনি বলেন: আজ আমরা পবিত্র কোরআন হতে দূরে সরে আসার কারণেই নানাবিধ দূর্দশার শিকার হচ্ছি। কিন্তু যদি এ আসমানী কিতাবের শরনাপন্ন হয়ে জীবনযাপন করতাম, তাহলে আজ আমাদের এমন শোচনীয় অবস্থায় উপনীত হতে হত না।
তুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহদী কারাজী আরও বলেন: পবিত্র কোরআন শুধু তেলাওয়াত করলেই চলবে না; বরং তেলাওয়াতের পাশাপাশি মনোযোগের সাথে পাঠ করাও জরুরী। তাহলে তা আমাদের জীবনে ইতিবাচক ভূমিকা রা
source : http://shabestan.net