সর্বশেষ এক জরিপে দেখা গেছে যে, রাশিয়ার রাজধানী মস্কোতে মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
রাশিয়ান দৈনিক ট্রিবিয়ানা এক জরিপে প্রকাশ করেছে যে, রাশিয়ার মসুলমানদের সংখ্যা শতকরা ৭ ভাগ বৃদ্ধি পেয়েছে। পক্ষান্তরে অর্থোডেক্স খৃষ্টানদের সংখ্যা এ দেশে সর্বাধিক হওয়া সত্বেও সম্প্রতি সেখানে তাদের সংখ্যা হ্রাসের দিকে রয়েছে।
এ দৈনিকে প্রকাশ করা হয়েছে যে, মস্কোতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে সেখানে নতুন নতুন মসজিদ নির্মাণের তীব্র প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ মসজিদ নির্মাণের জন্য উপযুক্ত স্থান খুজে পাচ্ছেন না। এমনকি মুসলমানরা মসজিদের অভাবে রাস্তায় কিংবা পার্কে নামায আদায় করে থাকেন।
এ দৈনিকে আরো উল্লেখ করা হয়েছে যে, ইসলাম রাশিয়ার দ্বিতীয় প্রধান ধর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে। অথচ ইসলাম রাশিয়াতে ৮ম হিজরীতে প্রবেশ করেছে
source : http://shabestan.net