লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
আমিরাল মোমেনীন আলী ( আ.) এবং ইমাম হাসান মুজতবা (আ.) এর সে বিশেষ ও বড় সাহাবি মধ্যে ছিল [1]।
আমিরাল মোমেনীন আলী ( আ.) কমাইলকে বিশ্বাসী দশজন সঙ্গীর মধ্য গণনা করেন এবং আমিরাল মোমেনীন আলী ( আ.) এর সাথে সিফফিন যুদ্ধে উপস্থিত ছিল [2]।
( কোমাইল ) উত্তম শিয়া , প্রেমিক ও মুহিব্বান আমিরাল মোমেনীন আলী ( আ.) ছিল [3]।
বিষয়াদি , সুপারিশ ও ওয়াসিয়াত যে আমিরাল মোমেনীন আলী ( আ.) কমাইলকে করেছেন তা হচ্ছে কোমাইলের মহান ঈমান এবং অসাধারণ জ্ঞানের প্রতি ইশারা করে।
জ্ঞানী ব্যাক্তি এবং বড় উলামারা – শিয়া এবং সুন্নি মাযহাবে – (কোমাইল) কে শক্তিশালী ঈমান , শক্তিশালী রূহ , পবিত্র চিন্তা ও একনিষ্ঠতার ও পছন্দনীয় চরিত্র আর ভাল কাজে আমল করা , প্রশাংসিত করেছেন ।
চলবে...