ইয়েমেনের রাজধানী সানআতে পবিত্র কোরআনের প্রাচীতম কপি আবিস্কৃত হয়েছে। গবেষকদের ধারণা এ কপিটি হিজরী প্রথম শতাব্দির কোরআন।
ইয়েমেনের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রাচীন পান্ডুলিপি বিভাগের প্রধান আমের আল আহমাদ জানিয়েছেন: প্রায় ৪০ বছর পূর্বে একই মসজিদের সংস্কার কাজের সময় মাটির নিচে থেকে পবিত্র কোরাআনের একটি প্রাচীন কপি পাওয়া গিয়েছিল। পরবর্তীতে সেটা ইয়েমেনের প্রাচীন পান্ডুলিপি সংরক্ষণ কেন্দ্রে পাঠান হয়েছিল।
তিনি বলেন: সদ্য প্রাপ্ত প্রথম শতাব্দির কোরআনটি ৪০ বছরে পাওয়া অপর কোরআনের সাথে পার্থক্য রয়েছে। আর তা হচ্ছে দু’টি ভিন্ন ভিন্ন শতাব্দির পান্ডুলিপি বলে ধারণা করা হচ্ছে। এটা থেকে বুঝা যায় যে, ইয়েমেনে অনেক প্রাচীন সভ্যতা এখনও অজানা রয়ে গেছে।
উল্লেখ্য ইয়েমেনের রাজধানী সানআ’র জামে মসজিদটি পৃথিবীর অন্যতম প্রাচীন মসজিদ। এটি রাসূলের (সা.) জীবদ্দশায় নির্মিত হয়েছে বলে গবেষকদের ধারণা।
source : http://shabestan.net