ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি বলেছেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রচারিত দীন - ‘ইসলাম’ সর্বকালের সকল মানুষের একমাত্র মুক্তির পাথেয়। বর্তমানের নৈতিকতাহীন বিশ্বে একমাত্র তারই আদর্শ দিতে পারে মানবতার মুক্তি।
বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৩৪ হিজরী উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদ পূর্ব চত্বরে আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মহানবী (সা.) এর আদর্শের অনুকরণ অনুসরণ ও প্রচার প্রসারে সমবেতভাবে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব জনাব কাজী হাবিবুল আউয়াল বলেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাকাল থেকেই ইসলামের মর্মবাণী ও রাসূলুল্লাহ্ (সা.) এর জীবনাদর্শ সঠিকভাবে তুলে ধরার প্রয়াসে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব সামীম মোহাম্মদ আফজাল বলেন, ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বায়তুল মুকাররম মসজিদে প্রধান অতিথি হিসেবে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের শুভ উদ্বোধন করে এক নব দিগন্তের সূচনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় সরকারের অর্থায়নে জাতীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়ে আসছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৩৪ হিজরী উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। পক্ষকালব্যাপী এসব অনুষ্ঠানমালার মধ্যে ওয়াজ মাহফিল, বাংলাদেশ বেতারের সাথে সেমিনার, রাসূল (সা.) এর শানে কবিতা পাঠের আসর, হামদ না‘ত মাহফিল, ক্বিরআত মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, ইসলামী বইমেলা, ইসলামী ক্যালিগ্রাফী, মহানবী (সা.) জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
source : http://iqna.ir/bn