পাকিস্তানী সরকারের নিকট হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকীর উৎসব অনুষ্ঠানে নিরাপত্তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন এদেশের ওলামাবৃন্দ।
লাহোর শহরে গত ২৩শে জানুয়ারিতে অনুষ্ঠিত সিরাতুল নবী (আ.) নামক সম্মেলনে পাকিস্তানের ইসলামিক চিন্তাবিদ এবং বিশেষজ্ঞগণ এদেশের মুসলমানদের জীবনের নিরাপত্তার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।
উক্ত সম্মেলনে পাঞ্জাব রাজ্যের ইসলামিক চিন্তাবিদ সাহেদ আহমেদ জানিয়েছেন, মুসলমানদের জন্য হযরত মোহাম্মাদ (সা.) সবচেয়ে ভালো আদর্শ। যদি ইসলাম ধর্মের অনুসারীগণ হযরত মোহাম্মাদ (সা.)এর আদর্শকে মেনে নিয়ে নিজেদের জীবনকে পরিচালিত করে তাহলে পৃথিবীর বুকে মুসলমানদেরকে অন্যান্য ধর্মের অনুসারীগন অনুসরণ করবে।
তিনি আরও বলেন, আমাদের জন্য সিরাতুল নবী অতি মূল্যবান সম্পদ। মুসলমানেরা এই পথে ধাবিত হয়ে সত্যকে খুঁজে পেতে পারে। কারণ পৃথিবীর বুকে একমাত্র ইসলামই হচ্ছে শান্তির ধর্ম।
source : http://iqna.ir/bn