আন্তর্জাতিক বিভাগ: বিশ্বের অমুসলিম মহিলারা পয়লা ফেব্রুয়ারি, বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ইসলামী পোশাক তথা হিজাব পরিধান করে এই দিবসের প্রতি সম্মান প্রদর্শন করেছে।
‘নিউ ইয়র্কের স্থায়ী বাসিন্দা ‘নাজমা খান’ হিজাব দিবস উপলক্ষে এই পরিকল্পনা গ্রহণ করেছেন এবং ইন্টারনেটের মাধ্যম বিশ্ববাসীর নিকট প্রচার করেছে।
উক্ত পরিকল্পনায় ব্রিটেন, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ফ্রান্স এবং জার্মান সহকারে বিশ্বের অন্যান্য দেশের মুসলিম এবং অমুসলিম নারীগণ অংশগ্রহণ করেছে।
এই প্রচারাভিযানে ক্যালিফোর্নিয়ায় এক অংশগ্রহণকারী ‘Esther Dale’ জানিয়েছে, আমি বুঝেছি যে, হিজাব শুধু একটি পোশাক নয় বরং একটি নারীর সতীত্বের পরিচয় এই হিজাবের মধ্যে রয়েছে।
ব্রিটেনের অন্য এক তরুণ ‘Jess Rhodes’ ইন্টারনেটে হিজাব পরিধান পরিকল্পনার কথা জানতে পেরে একমাস হিজাব (পর্দা) পরার সিদ্ধান্ত নিয়েছে এবং বলেছে, অল্প দিনের জন্য আমি হিজাব পরার সিদ্ধান্ত নিয়েছি। একারণে বিভিন্ন প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হচ্ছে। প্রথম দিকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা এই সিদ্ধান্তের সাথে একমত ছিল না। কিন্তু আমি বুঝতে পেরেছি যে, হিজাব পরার মধ্যে একটি নারী পবিত্র হতে পারে।
তিনি আরও বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্যমে বিশ্ববাসী জানবে যে, নারীরা স্বেচ্ছায় হিজাব পরিধান করেছে এবং আমি চেষ্টা করবে এটাকে অব্যাহত রাখার।
source : http://iqna.ir/bn