আবনা ডেস্ক: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ বাধলে ইহুদিবাদী ইসরাইলের কোনো অংশই হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা পাবে না।
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে গত বছর হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার মুস্তাফা বদরউদ্দিন শহীদ হন। তাঁর সম্মানে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এক সমাবেশে দেয়া ভাষণে এ কথা বলেন হাসান নাসরুল্লাহ।
শহীদ কমান্ডারের প্রতি সম্মান প্রদর্শন করে তিনি আরো বলেন, ভবিষ্যতে যেকোনো লড়াই হলে তা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতর হবে- তেল আবিব তা ভালো করেই জানে।#