ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ সদস্য সাইয়্যেদ নাসের মুসাভি লারজানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার পরিকল্পনায় পবিত্র মসজিদে নববী ধ্বংস করার উদ্যোগ নিয়েছে সৌদি সরকার।
তিনি বলেন, মদিনায় মসজিদে নববীর আয়তন বাড়ানোর কথা বলে সেখানকার তিনটি প্রাচীন মসজিদ ভাঙার পদক্ষেপ নিয়েছে আলে সৌদ পরিবার।
ইরানের সংসদ সদস্য সাইয়্যেদ নাসের মুসাভি বলেন, এ পরিকল্পনা সৌদি সরকারের বলে ধরে নেয়া যায় না বরং এ পরিকল্পনা দিয়েছে ইসরাইল এবং আমেরিকা ও ইসরাইলের নির্দেশে রিয়াদ এ কাজ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। মদিনার এ ঐতিহ্যবাহী স্থপনাগুলো ভেঙে দেয়ার বিষয়ে নাসের মুসাভি বলেন,"এগুলো হচ্ছে পশ্চিমা বলদর্পী শক্তিলোর এজেন্ডা। অথচ এসব স্থাপনা ইসলামের প্রসারে বড় ভূমিকা রাখে।"
মসজিদে নববীর মূল পরিবর্তন আসবে মসজিদের পশ্চিম অংশ ভেঙে ফেলার পর। এখানেই রয়েছে মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর পবিত্র মাযার।
এ ছাড়া, ভাঙা হবে গামামা মসজিদ যেখানে নবীজি প্রথম ঈদের নামাজ পড়েছিলেন। এটাও মসজিদে নববীর পশ্চিম দেয়ালের কাছে অবস্থিত।
এ পর্যন্ত সৌদি সরকার এসব মসজিদ রক্ষার জন্য কোনো পরিকল্পনা ঘোষণা করেনি।
ওয়াশিংটনভিত্তিক পারস্য উপসাগরীয় ইনস্টিটিউট জানিয়েছে, সৌদি সরকার বিলাসবহুল হোটেল, শপিং কমপ্লেক্স এবং বহুতল ভবন নির্মাণের জন্য গত ২০ বছরে মক্কা ও মদিনা শহরের বহু পুরনো ভবনের শতকরা প্রায় ৯৫ ভাগ ভেঙে ফেলেছে।
এর আগে, মক্কায় জাবাল ওমর কমপ্লেক্স নির্মাণের সময় সৌদি সরকার বহু প্রত্নতাত্ত্বিক স্থান বিশেষ করে মহানবী (স.) এর জন্মস্থান ও নবীজির স্ত্রী খাদিজা (সা.) এর বাড়ি ভেঙে ফেলে এবং সেখানে লাইব্রেরি ও পাবলিক টয়লেট তৈরি করে। এ ছাড়া, নবীজির নাতির স্মরণে তৈরি একটি মসজিদও দশ বছর আগে সৌদি সরকার ভেঙে ফেলে। গোপনে ফাঁস হয়ে যাওয়া ছবিতে দেখা গেছে- স্থাপনাটি ভাঙার পর সৌদি পুলিশ উল্লাস করছে।
source : http://bangla.irib.ir