মিয়ানমার: মুসলিম বিরোধী দাঙ্গার মধ্যেও নিষেধাজ্ঞা শিথিল করল আমেরিকা মিয়ানমার: মুসলিম বিরোধী দাঙ্গার মধ্যেও নিষেধাজ্ঞা শিথিল করল আমেরিকা
৩ মে (রেডিও তেহরান): মিয়ানমারের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে আমেরিকা। দেশটিতে যখন মুসলিম বিরোধী দাঙ্গা ও নির্যাতন অব্যাহত ভাবে চলছে তখন এ সব নিষেধাজ্ঞা শিথিল করা হলো। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন গতকাল এ সব নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। ফলে মিয়ানমারের সামরিক জান্তা, তাদের ব্যবসায়িক সহযোগী এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল হলো। দু’দেশের মধ্যে সীমিত পর্যায়ে বাণিজ্যসহ মিয়ানমারের ওপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা গতবছর তুলে নিয়েছে ওয়াশিংটন। এ ছাড়া, ওয়াশিংটনের নিষিদ্ধ কর্মকর্তাদের নামের তালিকা থেকে সে সময় মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের নামও বাদ দেয়া হয়। অথচ এমন এক সময় এ সব নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে যখন মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন অব্যাহত ভাবে চলছে। মিয়ানমারের আরাকান প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের ওপর গত বছরের ভয়াবহ দাঙ্গার রেশ কাটতে না কাটতেই দেশটির অন্যান্য অঞ্চলেও মুসলিম বিরোধী দাঙ্গা শুরু করেছে উগ্র বৌদ্ধরা। গত বছরের রোহিঙ্গা বিরোধী দাঙ্গায় কয়েক হাজার মুসলমান নিহত ও লাখ লাখ মুসলিম সহায়-সম্বল হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যান। দেশটির মধ্যাঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়া দাঙ্গায় অন্তত এক মুসলমান নিহত হয়েছে। দাঙ্গাকারীরা কয়েকটি মসজিদ ও মুসলমানদের অন্তত ৮০টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে। গত মার্চ মাসে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মেইকটিলা শহরে নতুন করে দাঙ্গা বাধিয়ে অন্তত ৪৩ জন মুসলমানকে হত্যা করে বৌদ্ধরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও মুসলমানদের রক্ষায় এগিয়ে আসেনি। তারা বরং তাড়িয়ে তাড়িয়ে মুসলিম হত্যা উপভোগ করেছে এবং এসব লোমহর্ষক দৃশ্য ক্যামেরায় ধারণ করেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর আগে বলেছে, মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমান বিরোধী সহিংসতায় সহযোগিতা দিয়ে জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে। নিউ ইয়র্ক-ভিত্তিক এ সংস্থাটি এ বক্তব্যের পক্ষে বহু গণকবর ও লাখ লাখ মানুষের উদ্বাস্তু হওয়ার ঘটনাকে প্রমাণ হিসেবে তুলে ধরেছে। রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকার করে না দেশটির সরকার। দীর্ঘদিন ধরে তাদের ওপর মানবতাবিরোধী অপরাধ চালানো হচ্ছে। রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যা ও নির্যাতন চলছে; সেই সঙ্গে তাদেরকে মিয়ানমার থেকে বহিষ্কার করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে সংস্থাটির এক রিপোর্টে। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের দুর্দশা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন আজো মনে করেনি। source : http://bangla.irib.ir
0
0%
(نفر0)