বাঙ্গালী
Thursday 23rd of March 2023
0
نفر 0

তোরা দেখে যে আমিনা মায়ের কোলে

তোরা দেখে যে আমিনা মায়ের কোলে

 

তোরা দেখে যে আমিনা মায়ের কোলে

কাজী নজরুল ইসলাম

 

তোরা দেখে যে আমিনা মায়ের কোলে

মধু পূর্ণিমারই সেথা চাঁদও দোলে

যেন উষার কোলে রাঙা রবি দোলে॥

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে

 

কুল মাখলুকে আজই ধ্বনি ওঠে কে এল ওই

কালেমা শাহাদাতের বাণী ছোটে কে এল ওই

খোদার জ্যোতি পেশানীতে ফোটে কে এল ওই

আকাশ গ্রহ তারা পড়ে লুটে কে এল ওই

পড়ে দরুদ ফেরেশতা বেহেশতের সব দোয়ার খুলে

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে

মধু পূর্ণিমারই সেথা চাঁদও দোলে

যেন উষার কোলে রাঙা রবি দোলে

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে।

 

মানুষে মানুষে অধিকার দিল যে জন

এক আল্লাহ্ ছাড়া প্রভু নাই কহিল যে জন

মানুষের লাগি চিরদিন বেশ ধরিল যে জন

বাদশাহ ফকিরে এক শামিল করিল যে জন

এল ধরায় ধরা দিতে সেই সে নাবী

ব্যাথিত মানবের ধ্যানের ছবি

আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি কলোরোলে

তোরা দেখে যে আমিনা মায়ের কোলে

মধু পূর্ণিমারই সেথা চাঁদও দোলে

যেন উষার কোলে রাঙা রবি দোলে

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে...

 

 


source : www.alimamali.com
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

সূরা ইউনুস;(১৪তম পর্ব)
বিভিন্ন ফিকাহর দৃষ্টিতে যাকাত
রমজান: খোদা-প্রেমের অসীম সাগর (১২)
আমিরাল মোমেনীন আলী ( আ.) এর ...
মানবতার ধর্ম ইসলাম
রমজান: খোদা-প্রেমের অসীম সাগর-১৮
সাদ্দামের কবরে প্রবেশের উপর ...
জান্নাতুল বাকি ধ্বংসের নেপথ্যে ...
তারাবীর নামায
আশুরা দর্শন

 
user comment